আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরণের ড্রাফটিং
ড্রাফটিং এর বিষয়ঃ কাল্পনিক তথ্য ব্যবহার করে আপিলকারীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরণের নিমিত্তে একটি লিগ্যাল ড্রাফটিং। মোকাম, বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। |
||||||||
মোঃ মোকাদ্দেস আলী (৪২)
—— আপিলকারী/আসামী। বনাম রাষ্ট্র, পক্ষে ———–প্রতিপক্ষ/রেসপনডেন্ট। |
||||||||
বিষয়ঃ আপিলকারীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিলকারী আসামী মোঃ মোকাদ্দেস আলী এর জামিন স্থায়ীকরণের নিমিত্তে প্রার্থনা।
১। বিজ্ঞ নিম্ন বিচারিক আদালতে বিগত ———— তারিখে আপিল দায়ের করার শর্তে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৩০ দিনের আপিল সংক্রান্ত কাগজপত্র দাখিলের শর্তে ২০,০০০/- টাকা বন্ডে আপিলকারীর জামিন মঞ্জুর করেন। ৩। আপিলকারী আসামী নিয়মিত বিজ্ঞ আদালতে হাজির হয়ে আপিল শুনানী করার শর্তে অথবা যে কোন শর্তে জামিন স্থায়ীকরণের আদেশ পাওয়া একান্ত আবশ্যক। |
||||||||
অতএব, প্রার্থনা হুজুরাদালত দয়া প্রকাশে ও ন্যায় বিচারের স্বার্থে আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরনের আদেশ দিয়ে সুবিচার করতে মর্জি হয়। ইতি তাং- |