Wednesday , September 17 2025

আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরণের ড্রাফটিং

ড্রাফটিং এর বিষয়ঃ কাল্পনিক তথ্য ব্যবহার করে আপিলকারীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরণের নিমিত্তে একটি লিগ্যাল ড্রাফটিং।

মোকাম, বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা।
সুত্রঃ ফৌজদারী আপিল নং ————/২০১৯
উদ্ভবঃ বিমান বন্দর থানার মামলা নং ৮৬(৭)১৯
ধারাঃ ১৯৭৩ সনের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)(ডি) ধারা।

মোঃ মোকাদ্দেস আলী (৪২)

—— আপিলকারী/আসামী।

বনাম

রাষ্ট্র, পক্ষে
পাবলিক প্রসিকিউটর,
মহানগর দায়রা জজ আদালত, ঢাকা।

———–প্রতিপক্ষ/রেসপনডেন্ট।

বিষয়ঃ আপিলকারীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিলকারী আসামী মোঃ মোকাদ্দেস আলী এর জামিন স্থায়ীকরণের নিমিত্তে প্রার্থনা।

১। বিজ্ঞ নিম্ন বিচারিক আদালতে বিগত ———— তারিখে আপিল দায়ের করার শর্তে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৩০ দিনের আপিল সংক্রান্ত কাগজপত্র দাখিলের শর্তে ২০,০০০/- টাকা বন্ডে আপিলকারীর জামিন মঞ্জুর করেন।

২। আপিলকারী আসামী নির্ধারিত সময়ের মধ্যেই বিজ্ঞ আদালতে আপিল দায়ের করে। অত্র আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরণের প্রার্থনা করতেছেন।

৩। আপিলকারী আসামী নিয়মিত বিজ্ঞ আদালতে হাজির হয়ে আপিল শুনানী করার শর্তে অথবা যে কোন শর্তে জামিন স্থায়ীকরণের আদেশ পাওয়া একান্ত আবশ্যক।

অতএব, প্রার্থনা হুজুরাদালত দয়া প্রকাশে ও ন্যায় বিচারের স্বার্থে আপিলকারী আসামীর জামিন স্থায়ীকরনের আদেশ দিয়ে সুবিচার করতে মর্জি হয়। ইতি তাং-

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

Check Also

Test Quiz

Class-3

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ (ধারা ৪; লেকচার ভার্সন ১.১) দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও …