Wednesday , December 10 2025
👁️ আজকের ভিউ: 546 | মোট ভিউ: 79,797
abandoned property

abandoned property | পরিত্যক্ত সম্পত্তি

আইন-শব্দকোষ

আইন-শব্দকোষ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

পরিত্যক্ত সম্পত্তিঃ

রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৬ নম্বর আদেশের ২(১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি (abandoned property) বলা হবে যদি এর মালিকঃ

  • ১) বাংলাদেশে অনুপস্থিত থাকেন, অথবা
  • ২) তাঁর অবস্থান জানা না যায়, অথবা
  • ৩) ব্যক্তিগতভাবে তাঁর সম্পত্তির দখল, তদারকি বা ব্যবস্থাপনায় ব্যর্থ হন।

এর সাথে আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত হবেঃ

  • ১) ১৯৭১ সালের ২৫শে মার্চের পর থেকে বাংলাদেশের সাথে যুদ্ধরত রাষ্ট্রের কোনো নাগরিকের সম্পত্তি। এর মানে হলো, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শত্রুপক্ষ হিসেবে বিবেচিত কোনো দেশের নাগরিকের সম্পত্তি পরিত্যক্ত বলে গণ্য হবে।
  • ২) বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১ নম্বর আদেশবলে অধিগ্রহণকৃত সম্পত্তি। অর্থাৎ, ১৯৭১ সালের স্বাধীনতার পর নতুন সরকার যে সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছিল, সেগুলোও এর অন্তর্ভুক্ত হবে।

তবে, কিছু সম্পত্তি পরিত্যক্ত হিসেবে গণ্য হবে নাঃ

  • ১) যে সম্পত্তির মালিক বাংলাদেশের বাইরে এমন উদ্দেশ্যে বসবাস করছেন যা সরকারের মতে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী নয়।
  • ২) যে সম্পত্তি অন্য কোনো প্রচলিত আইনের অধীনে সরকারের দখলে বা নিয়ন্ত্রণে আছে।

সহজ কথায়, পরিত্যক্ত সম্পত্তি (abandoned property) বলতে এমন সম্পত্তি বোঝায় যার মালিক হয় অনুপস্থিত, না হয় অজানা, অথবা তিনি তাঁর সম্পত্তির দেখভাল করতে পারছেন না। এর মধ্যে যুদ্ধকালীন শত্রু দেশের নাগরিকদের সম্পত্তি এবং সরকারের অধিগ্রহণ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত। তবে, যদি মালিকের বিদেশ অবস্থান বাংলাদেশের জন্য ক্ষতিকর না হয় অথবা সম্পত্তিটি অন্য কোনো সরকারি আইনের অধীনে থাকে, তবে তা পরিত্যক্ত বলে বিবেচিত হবে না।

প্রশ্ন ১: পরিত্যক্ত সম্পত্তি (Abandoned Property) বলতে কী বোঝায়?

উত্তর: রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৬ নম্বর আদেশের ২(১) অনুচ্ছেদ অনুযায়ী, এমন সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি বলা হয় যার মালিক বাংলাদেশে অনুপস্থিত, অবস্থান অজানা, অথবা ব্যক্তিগতভাবে সম্পত্তির দখল ও ব্যবস্থাপনায় ব্যর্থ।

প্রশ্ন ২: কার সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে?

উত্তর: নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে সম্পত্তি পরিত্যক্ত বলে গণ্য হবেঃ
  • মালিক বাংলাদেশে অনুপস্থিত থাকলে, অথবা
  • মালিকের অবস্থান জানা না গেলে, অথবা
  • মালিক সম্পত্তির দেখভাল করতে ব্যর্থ হলে।

প্রশ্ন ৩: কোন কোন অতিরিক্ত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত?

উত্তর: দুটি গুরুত্বপূর্ণ সম্পত্তি এর অন্তর্ভুক্তঃ
  • ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশের সাথে যুদ্ধরত রাষ্ট্রের নাগরিকদের সম্পত্তি।
  • ১৯৭২ সালের ১ নম্বর রাষ্ট্রপতির আদেশে সরকারের দ্বারা অধিগ্রহণকৃত সম্পত্তি।

প্রশ্ন ৪: কোন সম্পত্তি পরিত্যক্ত হিসেবে গণ্য হবে না?

উত্তর: নিম্নোক্ত সম্পত্তিগুলো পরিত্যক্ত বলে গণ্য হবে না —
  • মালিক বিদেশে আছেন, তবে তাঁর অবস্থান বাংলাদেশের স্বার্থের পরিপন্থী নয়।
  • সম্পত্তি অন্য কোনো আইনের অধীনে সরকারের দখলে বা নিয়ন্ত্রণে আছে।

প্রশ্ন ৫: সহজ ভাষায় পরিত্যক্ত সম্পত্তির অর্থ কী?

উত্তর: সহজ কথায়, পরিত্যক্ত সম্পত্তি হলো এমন সম্পত্তি যার মালিক অনুপস্থিত, অজানা বা সম্পত্তি ব্যবস্থাপনায় অক্ষম। যুদ্ধকালীন শত্রু দেশের নাগরিকদের এবং সরকারের অধিগ্রহণকৃত সম্পত্তিও এর মধ্যে পড়ে।

প্রশ্ন ৬: কোন আইনের অধীনে পরিত্যক্ত সম্পত্তির সংজ্ঞা নির্ধারিত হয়েছে?

উত্তর: পরিত্যক্ত সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৬ নম্বর আদেশে (President’s Order No. 16 of 1972)।
YouTube Playlist Embed (No Gap Fix)

সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ

আমাদের সেবাসমূহ

প্রয়োজনীয় সরকারি লিংক

Check Also

abandoned property

abandoned property | পরিত্যক্ত সম্পত্তি

আইন-শব্দকোষ মূল পাতায় ফিরে যান আইন-শব্দকোষ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন। পরিত্যক্ত সম্পত্তিঃ …

অর্পিত সম্পত্তি

vested property | অর্পিত সম্পত্তি

আইন-শব্দকোষ মূল পাতায় ফিরে যান আইন-শব্দকোষ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন। অর্পিত সম্পত্তি …

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents

Index