Saturday , September 27 2025
Learn to file your Income Tax through E-Return and E-IT Return, master the process of Tax Online Return, and gain complete knowledge of Income Taxation.
Professional Training on Income Tax & VAT in Bangladesh

Complete Guide to Preparing Income Tax Returns for the Financial Year 2025-2026

২০২৫-২০২৬ আয়কর রিটার্ন সহজে ফাইল করুনঃ ই-রিটার্ন / ই-আইটি রিটার্ন গাইড

রিটার্ন কি এবং করদাতার জন্য এর গুরুত্বঃ

রিটার্ন হলো করদাতার আয়, ব্যয় এবং সম্পদের তথ্য আয়কর কর্তৃপক্ষের কাছে জানানোর একটি ফরম।

রিটার্নে কি থাকে?

আপনার সব আয়ের বিবরণ যেমনঃ বেতন, ব্যবসা বা অন্য কোনো আয়ের উৎস। আপনার দেশে এবং বিদেশে থাকা সব সম্পদ ও দায়। কখনো কখনো আপনার জীবনযাপন সংক্রান্ত ব্যয়, যদি প্রযোজ্য হয়।

কীভাবে দিতে হয়?

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) যে ফরম নির্ধারণ করেছে, সেই ফরম ব্যবহার করে অনলাইন অথবা সরাসরি আয়কর অফিসে রিটার্ন দাখিল করতে হয়।

সারসংক্ষেপে, রিটার্ন হলো করদাতার আয় ও সম্পদের স্বচ্ছ এবং নিয়মিত তথ্য সরকারের কাছে জানানোর একটি উপায়।

রিটার্ন কারা দাখিল করবেন?

রিটার্ন দাখিলকারীদের দুই ভাগে ভাগ করা যায়ঃ

  • ক) যাদের করযোগ্য আয় রয়েছেঃ যেসব ব্যক্তির বা প্রতিষ্ঠানের বার্ষিক আয় আইন অনুযায়ী করযোগ্য, তাদের রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
  • খ) যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবেঃ আয় করযোগ্য হোক বা না হোক, কিছু বিশেষ ব্যক্তিকে আইন অনুযায়ী অবশ্যই রিটার্ন দাখিল করতে হয়।

করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবেঃ

  • ১) কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার (individual) আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়;
  • ২) মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৪,০০,০০০ টাকার বেশি হয়;
  • ৩) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয়;
  • ৪) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫,০০,০০০ টাকার বেশি হয়।
  • ৫) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;
  • ৬) বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবেঃ

  • ১) করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;
  • ২) সংশ্লিষ্ট আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে;
  • ৩) কোম্পানি, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে;
  • ৪) ফার্ম, ফার্মের অংশীদার বা কোন ব্যক্তিসংঘ হলে;
  • ৫) কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে;
  • ৬) গণকর্মচারী হলে;
  • ৭) কোন অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে;
  • ৮) কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে;
  • ৯) ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি;
  • ১০) করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
  • ১১) আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও নবায়ন করতে;
  • ১২) সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য;
  • ১৩) সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে;
  • ১৪) সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;
  • ১৫) চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্বপতি, সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে;
  • ১৬) Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে;
  • ১৭) ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;
  • ১৮) স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;
  • ১৯) ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন প্রাপ্তি ও নবায়নে;
  • ২০) যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;
  • ২১) সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;
  • ২২) লঞ্চ, স্টিমার, কৃষু ধরার ট্রলার, কার্গো, কোস্টার ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;
  • ২৩) পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;
  • ২৪) সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
  • ২৫) কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;
  • ২৬) আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;
  • ২৭) আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
  • ২৮) ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে;
  • ২৯) ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
  • ৩০) পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
  • ৩১) ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
  • ৩২) স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
  • ৩৩) অ্যাডভাইজরি বা কনসাল্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;
  • ৩৪) বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;
  • ৩৫) দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
  • ৩৬) এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে;
  • ৩৭) ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;
  • ৩৮) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভ ও নবায়ন এর ক্ষেত্রে;
  • ৩৯) পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
  • ৪০) পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;
  • ৪১) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
  • ৪২) কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
  • ৪৩) কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর;
  • ৪৪) হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে;
  • ৪৫) সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য সেবা গ্রহণকালে সেবা গ্রহনকারীর।

আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?

অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।

e-Return সিস্টেমে সাইন-ইন করব কীভাবে?

এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি e-Return সিস্টেম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কী প্রয়োজন?

e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১# ডায়াল করুন।

e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কী?

e-Return সিস্টেম ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব?

হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।

📚 আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রশিক্ষণ

আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে নিজেকে তৈরী করতে ইচ্ছুক? ITP (আয়কর রিটার্ন প্রস্তুতকারী) পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন? আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্তির জন্য কর অভিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক? আপনি কি নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে জমা দিতে ইচ্ছুক? আপনি কি নিজের এবং অন্যদের রিটার্ন দাখিলের মাধ্যমে আর্নিং সোর্স তৈরী করতে চাচ্ছেন? তাহলে এই কোর্সটি আপনার জন্য।

🎁 এই কোর্সে যা যা শিখানো হবেঃ

  • আয়কর ও আয়কর আইনের প্রাথমিক ধারণা।
  • আয়কর রিটার্ন সম্পর্কিত প্রাথমিক জ্ঞান।
  • বিভিন্ন আয়কর রিটার্ন সম্পর্কে ধারণা।
  • বিভিন্ন কর সম্পর্কে ধারণা।
  • Assessment কি? রিটার্ন Assessment করার পদ্ধতি।
  • আয়ের উৎস কি কি? করমুক্ত আয় কি কি?
  • আয়করের হার (ব্যক্তি শ্রেণির করদাতা)।
  • Advance Tax কি? Advance Tax কারা প্রদান করবেন?
  • Advance Tax প্রদানের পদ্ধতি কি?
  • বিনিয়োগ কি? বিনিয়োগের খাতগুলো কি কি?
  • রেয়াত কি? কিভাবে রেয়াত নেওয়া যায়?
  • বেতন হতে আয়ের উপর কিভাবে কর গণনা করবেন?
  • সরকারি ও বেসরকারি কর্মচারীদের বেতন খাতের আয় কর পরিগণনা।
  • গৃহ সম্পত্তির আয়ের উপর কিভাবে কর গণনা করবেন?
  • কৃষি খাত হতে কর কিভাবে গণনা করবেন?
  • অন্যান্য উৎস হতে আয়ের উপর কর গণনা কিভাবে করবেন?
  • Capital Gain কি? কিভাবে তা গণনা করা হয়?
  • জরিমানা ও সুদ কিভাবে ধার্য হয়?
  • হিসাবের খাত কি কি?
  • উৎসে কর কর্তন এবং Advance Income Tax এর মধ্যে সম্পর্ক।
  • ব্যবসা বা পেশার আয় হতে কর কিভাবে গণনা করবেন?
  • সম্পত্তি ও দায়ের বিবরণী কিভাবে তৈরি করবেন?
  • দান কর কি?
  • Surcharge কি? Surcharge কিভাবে প্রদান করা হয়?
  • কিভাবে রিটার্ন ফরম পূরণ করবেন?
  • অনলাইনে রিটার্ন দাখিলের পদ্ধতি।
  • বিভিন্ন সমস্যার সমাধান।

🎁 অতিরিক্ত সুবিধাঃ

  • কোর্স মেটেরিয়ালস ও লাইফটাইম গাইডলাইন

💳 কোর্স ফি ও মেয়াদঃ

প্রফেশনাল কোর্সঃ ১৫,০০০/- | মেয়াদঃ ৬ মাস | আপনি এই কোর্সটি করলে নিজের এবং অন্যদের আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আর্নিং সোর্স তৈরী করতে পারবেন।
করদাতাদের জন্য কোর্সঃ ৩,০০০/- | মেয়াদঃ ৩ দিন | শুধুমাত্র করদাতার আয়কর রিটার্নের উপর ভিত্তি করে কোর্স করানো হবে, যেন করদাতা নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন।
বিঃ দ্রঃ এই ডিউরেশনের মধ্যে যদি কোনো কারণে আপনার বুঝতে প্রবলেম হয়, তাহলে না শিখা পর্যন্ত আলাদা ক্লাসের ব্যবস্থা কোনো এক্সট্রা ফি ছাড়াই!

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents

Index