ফৌজদারী কার্যবিধির ২৪১(এ) উপধারা মোতাবেক মামলা থেকে অব্যাহতির জন্য একটি লিগ্যাল ড্রাফটিং
ড্রাফটিং এর বিষয়ঃ ফৌজদারী কার্যবিধির ২৪১(এ) উপধারা মোতাবেক মামলা থেকে অব্যাহতির জন্য একটি লিগ্যাল ড্রাফটিং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।
মোকাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫, ঢাকা। |
|||||||||
মোঃ মোস্তাফিজুর রহমান পিতা- মোঃ মাহমুদুর রহমান স্থায়ী সাং- কান্ধাল, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাওঁ। বর্তমানেঃ ৪, কাজী পাড়া, ৫নং রোড, কাফরুল, ঢাকা-১২১৬। ———— বাদী। বনাম ১। মোঃ শেখ সারওয়ার ———— বিবাদী। |
|||||||||
ফৌজদারী কার্যবিধি আইনের ২৪১(এ) ধারা অনুসারে দরখাস্তকারী আসামী/৪নং আসামীর পক্ষে বিনীত নিবেদন এই যেঃ
১। দরখাস্তকারী আসামী একজন আইন মান্যকারী, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও সুনাগরিক বটে। ২। তিনি গত বছর পবিত্র হজ্জব্রত পালন করেছেন। ৩। উল্লেখিত মামলায় দরখাস্তকারী আসামীর বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করা হয় নাই। ৪। উল্লেখিত মামলায় অন্যান্য আসামীদের সঙ্গে দরখাস্তকারী আসামীর কি সর্ম্পক এবং কোন কারণে তিনি কথিত অপরাধটির সঙ্গে সংশ্লিষ্ট তার কোন উল্লেখ নেই। ৫। দরখাস্তকারী আসামীর বয়স, সামাজিক মর্যাদা ইত্যাদি বিবেচনায় ইহা সম্পূর্ন ভুল, মিথ্যা এবং বানোয়াট যে, তিনি বাদীকে মামলায় বর্ণিত পদ্ধতিতে কোন প্রকার হুমকি প্রদান করেছে। ৬। উল্লেখ্য যে, বাদীর প্রার্থনা মতে, মামলাটি ২য় বার সংশ্লিষ্ট থানায় অনুসন্ধানের জন্য পাঠানো হলে সংশ্লিষ্ট থানা পুলিশ রির্পোট প্রদান করেছেন যে, দরখাস্তকারী আসামী বাদীকে কোন ক্রমেই হুমকি প্রদান করেননি এবং বাদীর কথিত অভিযোগের সঙ্গে দরখাস্তকারী আসামীর কোন সর্ম্পক নেই। |
|||||||||
অতএব, প্রার্থনা, উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামীকে বর্তমান মামলা হতে অবমুক্ত ঘোষণা করে মামলাটি ডিসচার্জ করতে আদালতের মর্জি হয়। ইতি তাং- | |||||||||
[gs-fb-comments]