অস্ত্র আইনের ১৯(এ) উপধারা মোতাবেক একটি লিগ্যাল ড্রাফটিং
ড্রাফটিং এর বিষয়ঃ অস্ত্র আইনের ১৯(এ) উপধারা মোতাবেক একটি লিগ্যাল ড্রাফটিং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।
মোকাম, বিজ্ঞ মহানগর দায়রা জজ সাহেবের আদালত, ঢাকা। |
|||||||||
১। মোঃ মোস্তাফিজুর রহমান(১৬) ২। মোঃ অলী আহম্মেদ(১৫) ———– দরখাস্তকারীগণ/আসামীগণ বনাম রাষ্ট্র পক্ষে জেলা প্রশাসক, ঢাকা। প্রতিনিধিত্বে, মহানগর পাবলিক প্রসিকিউটর। ———– প্রতিপক্ষ। |
|||||||||
বিষয়ঃ দরখাস্তকারী আসামীগণের জামিনের প্রার্থনা বিজ্ঞ সি.এম.এম আদালতে না-মঞ্জুর হলে উক্ত আদেশে সংক্ষুব্ধ হয়ে দরখাস্তকারী জামিন প্রার্থনা পূর্বক অত্র মিস মামলা দায়ের করেন।
আসামী পক্ষে নিবেদন এই যে, ১। অত্র মামলার বাদী এই মর্মে এজাহার দায়ের করেন যে, এজাহার নামীয় তিনজন আসামী (১) মোঃ মোস্তাফিজুর রহমান (২) মোঃ অলী আহম্মেদ, (৩) মোঃ সালমান ১৯/০১/২০১৯ইং তারিখে রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেলে যাওয়ার সময় বাদী তাদের চ্যালেঞ্চ করে এবং তাদের দেহ তল্লাশী করে মোঃ অলী আহম্মেদ পরিহিত প্যান্টের কোমরের পিছনে গোজা অবস্থায় একটি ১৪ ইঞ্চি চাপাতি এবং আসামী মোঃ মোস্তাফিজুর রহমান এর নিকট হইতে ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং মোঃ সালমান নিকট হতে ১২ ইঞ্চি লম্বা ষ্টেইনলেস ষ্টিলের ছোরা এবং আঃ রহিম তার নিজ হতে একটি ৭.৬৫ পিস্তল বাহির করে দেন। পরে আসামীদের নিয়ে রূপনগর থানায় গিয়ে অত্র মামলা দায়ের করেন। সংক্ষেপে এই হল বাদীর অভিযোগ। ২। দরখাস্তকারী হাজতী আসামীগণ নিম্নবর্ণিত হেতুবাদে অত্র মামলা দায়ের করলেন। ক) দরখাস্তকারী আসামীগণ সম্পূর্ণ নির্দোষ। তারা সম্পূর্ণরূপে পরিস্থিতির শিকার। খ) হাজতী আসামীগণের নিকট হতে কথিত অস্ত্র উদ্ধার হয় নাই। এলাকার একটি চক্রের বিরোধের জের ধরে তাদেরকে অত্র মামলায় জড়িত করা হয়েছে। গ) অত্র মামলার এজাহার নামীয় আসামী মোঃ মোস্তাফিজুর রহমান এর জন্ম তারিখ ০২/১১/২০০২ইং বয়স ১৬ বছর ২ মাস এবং আসামী মোঃ অলী আহম্মেদ এর বয়স ১৫ বছর ৭ মাস। ঘ) হাজতী আসামী মোঃ মোস্তাফিজুর রহমান ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থী এবং মোঃ অলী আহম্মেদ এস.এস.সি ভোকেশনাল পরীক্ষার্থী, ১০/০২/২০১৯ইং তারিখ হতে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঙ) যেহেতু, হাজতী আসামীগণ ষড়যন্ত্রের শিকার এবং কথিত উদ্ধার প্রক্রিয়া সঠিক নয়। দীর্ঘ ২৪ ঘন্টা বিলম্বে ঋওজ দায়ের করা হয়েছে। আসামী দরখাস্তকারীগণ নাবালক, ছাত্র এবং এস.এস.সি পরীক্ষার্থী। সর্বোপরি আসামীগণ নির্দোষ বিধায় আসামীগণ ছাত্র বিবেচনায় মানবিক কারণে জামিন পাওয়ার হকদার। চ) এমতাবস্থায়, হাজতী আসামীগণের পক্ষে মানবিক কারণে জামিনের প্রার্থনা করছি। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করলে আসামীগণ পালাতক হবে না, উপযুক্ত জামিনদার দেওয়া হবে। ছ) অপরাপর বক্তব্য শুনানীকালে প্রকাশ পাবে। |
|||||||||
সেমতে, প্রার্থনা উপরোক্ত কারণাধীনে ও ন্যায় বিচারের স্বার্থে,
i) অত্র মিস মোকদ্দমা গ্রহণ; |
|||||||||