একটি হলফনামার ড্রাফটিং (বয়স সংক্রান্ত)
বিঃদ্রঃ নিম্নে ড্রাফটিং এর কাল্পনিক তথ্য পর্যাক্রমিকভাবে উপস্থাপন করা হল এবং এই তথ্যগুলো কিভাবে সাজিয়ে লিখতে হয় তা পিডিএফ ফাইলের মাধ্যমে উপস্থাপন করা হল। আশাকরি সকলেই উপকৃত হবেন।
হলফনামার মূল বিষয়বস্তুঃ
আমি ————-, পিতাঃ ——————-, মাতাঃ —————–, বর্তমান ঠিকানাঃ ————————————-, স্থায়ী ঠিকানাঃ —————————————, বয়সঃ ————————–, ধর্মঃ —————, জাতীয়তাঃ বাংলাদেশী, এই মর্মে আমি হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,
১। আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও স্থায়ী বাসিন্দা।
২। আমি প্রাপ্ত বয়স্কা এবং নিজের ভালমন্দ বুঝি এবং বর্তমান ও ভবিষ্যৎ সর্ম্পকে অবগত ও সচেতন।
৩। আমি বিগত ———- তারিখে জন্ম গ্রহন করি। আমার বর্তমান বয়স ———।
৪। আমার বয়স সংক্রান্ত অত্র হলফনামা সম্পর্কে ভবিষ্যতে কোন প্রকার প্রশ্ন উত্তাপিত হইলে উহার সকল দায়-দায়িত্ব আমার উপর বর্তাইবে এবং আমি নিজ দায়িত্বে বহন করিব।
এতদ্বার্থে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় ও সুস্থ শরীরে আমি অত্র হলফনামার যাবতীয় বর্ণনা পড়িয়া ও ইহার মর্ম সঠিকভাবে অবগত হইয়া শুদ্ধ স্বীকারে অদ্য মাননীয় নোটারী পাবলিকের সামনে হাজির হইয়া অত্র হলফনাামায় নিজ নাম স্বাক্ষর করিলাম। ইতি, তাং—–।
(হলফকারিনীর স্বাক্ষর)
হলফকারী আমার সম্মুখে স্বাক্ষর করিলে আমি তাহার স্বাক্ষর সনাক্ত করিলাম এবং হলফকারী কর্তৃক মিথ্যা তথ্যের জন্য সনাক্তকারী দায়ী নয়।
(আইনজীবীর স্বাক্ষর)