Monday , September 9 2024

ফৌজদারী কার্যবিধির ধারা-১০৭, ধারা-১১৪ এবং ১১৭(গ) উপধারা মোতাবেক একটি লিগ্যাল ড্রাফটিং

ড্রাফটিং এর বিষয়ঃ ফৌজদারী কার্যবিধির ধারা-১০৭, ধারা-১১৪ এবং ১১৭(গ) উপধারা মোতাবেক একটি লিগ্যাল ড্রাফটিং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।

সাবধানবণী

সাবধানবাণীঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র পোর্টালটি একটি শিক্ষামূলক ও গবেষণামূলক পোর্টাল। এই পোর্টালে প্রকাশিত তথ্য-উপাত্ত শিক্ষামূলক। এটি কখনোই বিজ্ঞদের পরামর্শের বিকল্প নয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত, ঢাকা।
সূত্রঃ পিটিশন মামলা নং———/২০১৯
ধারাঃ ১০৭/১১৪/১১৭(গ) ফৌজদারী কার্যবিধি

স্কাই স্ক্র্যাপার 120 x 600

মোঃ মোস্তাফিজুর রহমান
পিতা- মোঃ মাহমুদুর রহমান
সাং- মধ্য বাড্ডা, ডাকঘর + থানা- বাড্ডা, জেলা- ঢাকা।

———— প্রথম পক্ষ।

বনাম

১। মোঃ মাজেদুল ইসলাম (৪৫)
পিতা- মোঃ হাফিজুল ইসলাম
সাং- মধ্যবাড্ডা, ডাকঘর + থানা- বাড্ডা, জেলা- ঢাকা।

২। মোঃ মাইদুল ইসলাম (৩৫)
পিতা- মোঃ মনিরুল ইসলাম
সাং- মধ্য বাড্ডা, ডাকঘর + থানা- বাড্ডা, জেলা- ঢাকা।
অজ্ঞাতনামা ৪-৫ জন আসামী।

———— আসামী/দ্বিতীয় পক্ষ।

স্বাক্ষীগণের নাম ও ঠিকানাঃ

১। বাদী নিজে।
২। মোঃ রাজু মিয়া
৩। মোঃ বাবুল মিয়া,
উভয় পিতা- মোঃ আজমল মিয়া
উভয় সাং- মধ্য বাড্ডা, ডাকঘর + থানা- বাড্ডা, জেলা- ঢাকা।
প্রয়োজনে আরও সাক্ষী হাজির করা হবে।

ঘটনার তারিখ ও সময়ঃ

১৪/০১/২০১৯ ইং দুপুর আনুমানিক ২ ঘটিকা।

ঘটনার স্থানঃ

বাদীর বসত বাড়ীর নামায়।

দরখাস্তকারী/বাদী বিনীত নিবেদন এই যে,

১। যেহেতু, দরখাস্তকারী/বাদী একজন সহজ, সরল, আইন মান্যকারী লোক বটে। অপরদিকে, আসামীদ্বয় সন্ত্রাসী, কলহপ্রিয়, পরধনলোভী এবং আইন অমান্যকারী ব্যক্তি বটে।

২। বিগত ১৪/০১/২০১৯ইং তারিখে বাদী তার বাড়ীর নামায় ধান ক্ষেতে জমির পরিচর্যা করার সময় পূর্ব শত্রুতার জের ধরে ১নং ও ২নং আসামীসহ অজ্ঞাতনামা ৪-৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন বাদীকে গালিগালাজ ও মারধর করার চেষ্টা করে।

৩। দরখাস্তকারী/বাদীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে বাদীকে উদ্ধার করে। অতঃপর ১নং আসামী সাক্ষীগণের সম্মুখে চিৎকার করে বলে আজ বেঁচে গেলি ভবিষ্যতে, তোকে জানে মেরে ফেলব। তোকে কেউ রক্ষা করতে পারবে না। এই বলে হুমকি দিয়ে চলে যায়।

৪। দরখাস্তকারী/বাদী উক্ত বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট অবগত করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সুরাহা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলেন যে, আমরা আসামীদ্বয়ের বিচার করতে পারব না, আদালতের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেয়।

৫। দরখাস্তকারী/বাদী উপরোক্ত কারনে আশংঙ্কা করছে যে, আসামীগণ/দ্বিতীয় পক্ষগণ যে কোন সময়, যে কোন মুহুর্তে পুনরায় আক্রমন করে রক্তক্ষয়ী মারাত্মক ঘটনা ঘটিয়ে যেতে পারে। এমতবস্থায়, দ্বিতীয় পক্ষগণ যাতে প্রথম পক্ষের উপর কোন আক্রমন করতে না পারে তৎমর্মে বাদী পক্ষ বিজ্ঞ আদালতে মামলাটি আনায়ন করলেন।

উল্লম্ব ব্যানার 120 x 240

অতএব, উপরোক্ত অবস্থায় ও কারনাধীনে ন্যায় বিচারের স্বার্থে, দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৪/১১৭(গ) ধারায় অপরাধ আমলে নিয়ে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে প্রসেডিং ড্র করতঃ মুচলেকার আদেশ প্রদানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ইতি, তাং-

[gs-fb-comments]

Check Also

বাংলাদেশ বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষার প্রশ্ন, ২০১৩ (চূড়ান্ত প্রস্তুতির জন্য)

বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষার প্রশ্ন ব্যাংক বার কাউন্সিল পরীক্ষা, ২০১৩ [maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/bangladesh-bar-council-mcq-final-exam-2013/” text=”আবার চেষ্টা …

bangladesh bar council

হাজতী আসামীর জামিনের জন্য একটি লিগ্যাল ড্রাফটিং

ড্রাফটিং এর বিষয়ঃ হাজতী আসামীর পক্ষে জামিনের জন্য একটি লিগ্যাল ড্রাফটিং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। …