Sunday , December 28 2025
👁️ আজকের ভিউ: 1,538 | মোট ভিউ: 138,560

বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারার মামলায় হাজতী আসামীর জামিনের জন্য লিগ্যাল ড্রাফটিং

ড্রাফটিং এর বিষয়ঃ বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারার মামলায় হাজতী আসামীর জামিনের জন্য লিগ্যাল ড্রাফটিং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।

বরাবর, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সি.এম.এম.) আদালত, ঢাকা
সূত্রঃ মিরপুর থানার মামলা নং- ৭০(১১)১২
ধারাঃ ৪/৫ বিষ্ফোরক দ্রব্য আইন

রাষ্ট্র

বনাম

মোঃ মোস্তাফিজুর রহমান

——— এজাহারভূক্ত ৬নং আসামী।

বিষয়ঃ হাজতী আসামীর জন্য জামিনের আবেদন।

সূত্রে উল্লেখিত দরখাস্তকারী ৬নং আসামী পক্ষে বিনীত নিবেদন এই যে,

১। দরখাস্তকারী আসামী একজন আইন মান্যকারী সুনাগরিক ও ব্যবসায়ী ব্যক্তি, তার বয়সঃ ৫২ বছর;

২। দরখাস্তকারী আসামীকে গত ২৪/১০/২০১২ইং তারিখে গ্রেফতার করা হয়, সেই মোতাবেক গত প্রায় দুই মাস ধরে দরখাস্তকারী আসামী জেল হাজতে আটক রয়েছেন;

৩। এই মামলায় দরখাস্তকারী আসামীকে ঝযড়হি অৎৎবংঃ দেখানো হয়েছে। এই মামলা সংক্রান্ত মূল মামলাটি হল মিরপুর থানার মামলা নং-৭০(১১)১২;

৪।আরও উল্লেখ্য যে, উল্লেখিত মিরপুর থানার আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইনের অধীনে দায়েরকৃত মূল মামলা নং-৬৮(১১)১২-তে দরখাস্তকারী আসামী গত ২৪/১২/২০১৫ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (১৩ নং) হতে জামিন লাভ করেছেন;

৪।পুলিশের প্রস্তুতকৃত এজাহার, জব্দ তালিকা ও ফরওয়ার্ডিং পর্যালোচনা করলে দেখা যায় দরখাস্তকারী আসামীর কাছ হতে কোন বেআইনী দ্রব্য উদ্ধার হয়নি; জব্দ তালিকায়ও তার কোন নাম নেই;

৫। উল্লেখ্য যে, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪ ও ৫ ধারার অন্তর্গত যে অপরাধ বর্ণনা করা হয়েছে, তা দরখাস্তকারী হাজতী আসামীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

উপরোক্ত ঘটনা ও তথ্য মতে দরখাস্তকারী আসামীর জামিনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সবিনয় নিবেদন জ্ঞাপন করছি। ইতি, তাং-

Check Also

মুসলিম বিবাহের হলফনামা সংক্রান্ত লিগ্যাল ড্রাফটিং

ড্রাফটিং এর বিষয়ঃ মুসলিম বিবাহের হলফনামা সংক্রান্ত লিগ্যাল ড্রাফটিং। বরাবর, নোটারী পাবলিক এর কার্যালয়, ঢাকা, …

আপোষনামা বা মিমাংসাপত্রের লিগ্যাল ড্রাফটিং

ড্রাফটিং এর বিষয়ঃ কাল্পনিক তথ্য ব্যবহার করে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও …