বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারার মামলায় হাজতী আসামীর জামিনের জন্য লিগ্যাল ড্রাফটিং
ড্রাফটিং এর বিষয়ঃ বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারার মামলায় হাজতী আসামীর জামিনের জন্য লিগ্যাল ড্রাফটিং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।
বরাবর, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সি.এম.এম.) আদালত, ঢাকা |
|||||||||
রাষ্ট্র বনাম মোঃ মোস্তাফিজুর রহমান ——— এজাহারভূক্ত ৬নং আসামী। |
|||||||||
বিষয়ঃ হাজতী আসামীর জন্য জামিনের আবেদন।
সূত্রে উল্লেখিত দরখাস্তকারী ৬নং আসামী পক্ষে বিনীত নিবেদন এই যে, ১। দরখাস্তকারী আসামী একজন আইন মান্যকারী সুনাগরিক ও ব্যবসায়ী ব্যক্তি, তার বয়সঃ ৫২ বছর; ২। দরখাস্তকারী আসামীকে গত ২৪/১০/২০১২ইং তারিখে গ্রেফতার করা হয়, সেই মোতাবেক গত প্রায় দুই মাস ধরে দরখাস্তকারী আসামী জেল হাজতে আটক রয়েছেন; ৩। এই মামলায় দরখাস্তকারী আসামীকে ঝযড়হি অৎৎবংঃ দেখানো হয়েছে। এই মামলা সংক্রান্ত মূল মামলাটি হল মিরপুর থানার মামলা নং-৭০(১১)১২; ৪।আরও উল্লেখ্য যে, উল্লেখিত মিরপুর থানার আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইনের অধীনে দায়েরকৃত মূল মামলা নং-৬৮(১১)১২-তে দরখাস্তকারী আসামী গত ২৪/১২/২০১৫ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (১৩ নং) হতে জামিন লাভ করেছেন; ৪।পুলিশের প্রস্তুতকৃত এজাহার, জব্দ তালিকা ও ফরওয়ার্ডিং পর্যালোচনা করলে দেখা যায় দরখাস্তকারী আসামীর কাছ হতে কোন বেআইনী দ্রব্য উদ্ধার হয়নি; জব্দ তালিকায়ও তার কোন নাম নেই; ৫। উল্লেখ্য যে, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪ ও ৫ ধারার অন্তর্গত যে অপরাধ বর্ণনা করা হয়েছে, তা দরখাস্তকারী হাজতী আসামীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। |
|||||||||
উপরোক্ত ঘটনা ও তথ্য মতে দরখাস্তকারী আসামীর জামিনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সবিনয় নিবেদন জ্ঞাপন করছি। ইতি, তাং- | |||||||||