Sunday , December 22 2024

Bangladesh Bar Council Exam Preparation । বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি । সাক্ষ্য আইনের MCQ অনুশীলন

***3935-Header-Evidence Act-BBC Exam

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা
এম.সি.কিউ পরীক্ষার প্রস্তুতি
সাক্ষ্য আইন, ১৮৭২
আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

<< পূর্বের পাতায় ফিরে যান

MCQ অনুশীলনের নির্দেশনা

MCQ অনুশীলন (স্টেপ-০১) এর নির্দেশনা >>

MCQ অনুশীলন (স্টেপ-০১) এর নির্দেশনা
সহজ ভাষায় আইন শিক্ষা
MCQ অনুশীলন (স্টেপ-০১) এর নির্দেশনাসমূহঃ
প্রিয় শিক্ষার্থী বন্ধু, MCQ অনুশীলন (স্টেপ-০১) করার সময় নিম্নের বিষয়গুলো অনুসরণ করুন-
১) আপনি যেহেতু আইনের ছাত্র/ছাত্রী সেহেতু, আমরা বিশ্বাস করি ৭টি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কলেজ/বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় পড়েই আসছেন। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কোন কোন বিষয় ভালোভাবে পড়াই হয়নি এমনও হতে পারে। এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।
২) প্রতিবার MCQ অনুশীলন (স্টেপ-০১) করার সময় সফ্টওয়্যার আপনাকে সম্পূর্ণ আইনের উপর ৫০টি করে বেসিক MCQ সরবরাহ করবে আপনাকে স্কেনিং করার জন্য অর্থ্যাৎ, সফ্টওয়্যার এই স্কেনিং এর মাধ্যমে বুঝতে পারবে সংশ্লিষ্ট আইনের কোন্ কোন্ অংশে আপনার দুর্বলতা রয়েছে। সুতরাং, সফ্টওয়্যার কর্তৃক প্রদত্ত ৫০টি MCQ সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখানে উল্লেখ্য যে, যেহেতু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক সেহেতু, কিছু কিছু প্রশ্নের উত্তর অনুমানের উপর ভিত্তি করে সঠিক হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ সফ্টওয়্যার যাচাই বাচাই এবং পুরোনো প্রশ্ন রিভিশন করার জন্য আপনার অনুশীলনের উপর ভিত্তি করে প্রয়োজন অনুসারে প্রশ্ন রিপিট করবে যতক্ষন পর্যন্ত আপনি সঠিক উত্তর প্রদান না করেন। আপনার কাছে মনে হতেই পারে সফ্টওয়্যার আপনাকে একই প্রশ্ন বার বার রিপিট করছে। আসলে বিষয়টি এমন নয়। যদি তাই হতো তাহলে আপনি ৫০টি প্রশ্নের সবগুলোই সঠিক উত্তর দিতে পারতেন। এখানে সফ্টওয়্যার প্রতিবার পুরোনো প্রশ্নের সাথে নতুন প্রশ্ন সংযোজন করে আপনাকে যাচাই করে, আপনি ভুলে গেলেন কি না।
৩) সফ্টওয়্যার কর্তৃক প্রদত্ত ৫০টি MCQ এর সবগুলোর সঠিক উত্তর আপনার জানা নাই থাকতে পারে। সেই ক্ষেত্রে সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করুন।
৪) প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর Check বাটনে ক্লিক করলে আপনি সঠিক উত্তর কোনটি আপনি তা দেখতে পারবেন এবং সেই সাথে কোন্ ধারা থেকে প্রশ্নটি করা হয়েছে তাও আপনি দেখতে পারবেন। যদি আপনি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে কোন সমস্যা নেই আর যদি ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে প্রশ্নটির স্ক্রিন শট নিন অথবা খাতায় লিখুন। এরপর সংশ্লিষ্ট আইনের কোন্ অংশ থেকে প্রশ্নটি করা হয়েছে সেটি লক্ষ্য করুন এবং মূল আইন দেখে সংশোধন করে নিন।
৫) একটি বিষয় লক্ষ্য করবেন প্রতিবার অনুশীলনের সময় সফ্টওয়্যার আপনাকে একটি স্কোর দিবে। আপনি সবসময় সফ্টওয়্যার কর্তৃক প্রদত্ত স্কোরকে অতিক্রম করার চেষ্টা করবেন। এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি আপনার অনুশীলন চালিয়ে যাবেন ততক্ষন পর্যন্ত, যতক্ষন পর্যন্ত আপনি সফ্টওয়্যার এর স্কোরকে অতিক্রম করতে না পারেন। আরেকটি বিষয় আপনি যদি পর পর ৫টি অনুশীলনে ৫০টি প্রশ্নের মধ্যে ৪৫টি এর অধিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে “MCQ মডেল টেস্ট (স্টেপ-০২)” দেওয়া শুরু করবেন, অন্যথায় নয়।
MCQ অনুশীলন (স্টেপ-০১) এর গাইডলাইন সর্ম্পকে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে।
এম.সি.কিউ অনুশীলন

This content is locked

ONLY FOR PREMIUM MEMBERS

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact