নির্দেশনাঃ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশে কিছু সাধারণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, যে প্রশ্ন উত্তরগুলো না জানলেই নয়। অতএব, নিম্নের প্রশ্ন উত্তরগুলো ভালভাবে মুখস্ত করে ফেলুন। নিম্নের প্রশ্ন উত্তরগুলো মুখস্ত করলে সংশ্লিষ্ট আইন সম্পর্কে একটি আংশিক ধারণা তৈরী হবে। এই ধারণা তৈরী হলে আপনি মূল আইন পড়তে ও বুঝতে সক্ষম হবেন। মনে রাখা ভাল, “আইন হচ্ছে বুঝার বিষয়, মুখস্তের বিষয় নয়”। তবুও, বেসিক কিছু বিষয় আপনাকে মুখস্ত রাখতেই হবে।