Thursday , July 31 2025

Bar Council Exam | SR Act 1877 | MCQ Practice – Legal Study

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি

গাইডলাইনঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা লাইভ কাউন্সিলিং এর আওতায় রয়েছেন তাদেরকে Bar Council Exam Preparation সংক্রান্ত সকল আপডেট মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।


সুনির্দিষ্ট প্রতিকার আইনের সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

অনুশীলন এর নির্দেশনা

প্রিয় শিক্ষার্থী,
MCQ অনুশীলন করার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুনঃ

  • আপনি যেহেতু আইনের ছাত্র/ছাত্রী, তাই আমরা বিশ্বাস করি ৭টি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি ইতোমধ্যে পড়েছেন। যদি আইনসমূহের কিছু কিছু ধারা ভালোভাবে পড়া না হয়ে থাকে, তাতেও দুশ্চিন্তার কিছু নেই।
  • প্রতিবার অনুশীলনের সময় সফ্টওয়্যার আপনাকে নির্দিষ্ট সংখ্যক MCQ সরবরাহ করবে স্কেনিং এর জন্য। এতে বুঝা যাবে কোন কোন ধারা বা অধ্যায়ে আপনি দুর্বল।
  • সব প্রশ্নের উত্তর হয়তো আপনার জানা নাও থাকতে পারে — তবুও সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করুন। কিছু অনুমানভিত্তিক উত্তর সঠিক/ভুল হলেও সমস্যা নেই, কারণ সফ্টওয়্যার আপনাকে রিভিশনের সুযোগ দেবে।
  • প্রশ্নের উত্তর দেওয়ার পর “Check” বাটনে ক্লিক করলে আপনি সঠিক উত্তর, সংশ্লিষ্ট ধারা ও ব্যাখ্যা জানতে পারবেন। ভুল হলে স্ক্রিনশট নিন বা খাতায় লিখুন এবং সংশ্লিষ্ট আইন দেখে সংশোধন করুন।
  • প্রতিবার অনুশীলনের শেষে সফ্টওয়্যার আপনাকে স্কোর দিবে। আপনি সবসময় সফ্টওয়্যার এর দেওয়া স্কোরকে অতিক্রম করার চেষ্টা করবেন।

প্রিয় শিক্ষার্থী, আপনাকে স্বাগতম…