Monday , November 24 2025
👁️ আজকের ভিউ: 4,318 | মোট ভিউ: 28,907
Bar Council Exam Preparation Penal Code

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি | দণ্ডবিধি, ১৮৬০ – এমসিকিউ অনুশীলনের পর্ব ২ থেকে ৫০

দণ্ডবিধির সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

অনুশীলন এর নির্দেশনা

প্রিয় শিক্ষার্থী,
MCQ অনুশীলন করার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুনঃ

  • আপনি যেহেতু আইনের ছাত্র/ছাত্রী, তাই আমরা বিশ্বাস করি ৭টি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি ইতোমধ্যে পড়েছেন। যদি আইনসমূহের কিছু কিছু ধারা ভালোভাবে পড়া না হয়ে থাকে, তাতেও দুশ্চিন্তার কিছু নেই।
  • প্রতিবার অনুশীলনের সময় সফ্টওয়্যার আপনাকে নির্দিষ্ট সংখ্যক MCQ সরবরাহ করবে স্কেনিং এর জন্য। এতে বুঝা যাবে কোন কোন ধারা বা অধ্যায়ে আপনি দুর্বল।
  • সব প্রশ্নের উত্তর হয়তো আপনার জানা নাও থাকতে পারে — তবুও সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করুন। কিছু অনুমানভিত্তিক উত্তর সঠিক/ভুল হলেও সমস্যা নেই, কারণ সফ্টওয়্যার আপনাকে রিভিশনের সুযোগ দেবে।
  • প্রশ্নের উত্তর দেওয়ার পর “Check” বাটনে ক্লিক করলে আপনি সঠিক উত্তর, সংশ্লিষ্ট ধারা ও ব্যাখ্যা জানতে পারবেন। ভুল হলে স্ক্রিনশট নিন বা খাতায় লিখুন এবং সংশ্লিষ্ট আইন দেখে সংশোধন করুন।

প্রিয় শিক্ষার্থী, আপনার জন্য প্রশ্ন লোড হচ্ছে…

বিষয়ভিত্তিক আরো MCQ অনুশীলন

YouTube Playlist Embed (No Gap Fix)

সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ

বেয়ার অ্যাক্ট ভিত্তিক হ্যান্ড নোট

আমাদের সেবাসমূহ

প্রয়োজনীয় সরকারি লিংক

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

Table of Contents

Index