দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি
গাইডলাইনঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা লাইভ কাউন্সিলিং এর আওতায় রয়েছেন তাদেরকে Bar Council Exam Preparation সংক্রান্ত সকল আপডেট মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 3. Subordination of courts:
For the purposes of this Code, the District Court is subordinate to the High Court Division, and every Civil Court of a grade inferior to that of a District Court and every Court of Small Causes is subordinate to the High Court Division and District Court.
For the purposes of this Code, the District Court is subordinate to the High Court Division, and every Civil Court of a grade inferior to that of a District Court and every Court of Small Causes is subordinate to the High Court Division and District Court.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৩। আদালতের অধীনতাঃ
এই কোডের উদ্দেশ্য পূরণকল্পে, জেলা আদালত হাইকোর্ট বিভাগের অধীন থাকিবে, এবং জেলা আদালত হইতে নিম্নতর সকল দেওয়ানি আদালত এবং ক্ষুদ্র কারণের নিমিত্তে গঠিত প্রত্যেক আদালত হাইকোর্ট বিভাগ ও জেলা আদালতের অধীন থাকিবে।
এই কোডের উদ্দেশ্য পূরণকল্পে, জেলা আদালত হাইকোর্ট বিভাগের অধীন থাকিবে, এবং জেলা আদালত হইতে নিম্নতর সকল দেওয়ানি আদালত এবং ক্ষুদ্র কারণের নিমিত্তে গঠিত প্রত্যেক আদালত হাইকোর্ট বিভাগ ও জেলা আদালতের অধীন থাকিবে।
বিশ্লেষণাত্মক আলোচনা
এই ধারায় বলা হয়েছে যে,জেলা আদালত হচ্ছে হাইকোর্টের অধীনস্ত আদালত। মানে, জেলা আদালত হাইকোর্টের নিচের স্তরের আদালত।
আবার, জেলা আদালতের নিচে যে সব দেওয়ানী আদালত আছে (যেমনঃ সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত), সেগুলোও হাইকোর্ট এবং জেলা আদালতের অধীনস্ত।
This content is locked
লক্ষ্য করুনঃ আইনের শিক্ষার্থীরা এবং সাধারণ পাঠকরা প্রায়ই The Code of Civil Procedure, 1908-কে বিভিন্নভাবে যেমনঃ CPC 1908, Code of Civil Procedure 1908, The Civil Procedure Code 1908, অথবা Civil Procedure Code 1908 নামে খোঁজেন। এই ভিন্ন নামগুলো সম্পর্কে ধারণা থাকলে খোঁজার সময় ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। এছাড়াও, অনেকে Laws of Bangladesh ওয়েসাইটে প্রবেশ করে এই আইনটি খোঁজ করেন।