দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি
গাইডলাইনঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা লাইভ কাউন্সিলিং এর আওতায় রয়েছেন তাদেরকে Bar Council Exam Preparation সংক্রান্ত সকল আপডেট মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 5. Application of the Code of Revenue Courts:
(1) Where any Revenue Courts are governed by the provisions of this Code in those matters of procedure upon which any special enactment applicable to them is silent, the Government may, by notification in the official Gazette, declare that any portions of those provisions which are not expressly made applicable by this Code shall not apply to those Courts, or shall only apply to them with such notifications as the Government may prescribe.
(2) “Revenue Court” in sub-section (1) means a Court having jurisdiction under any law to entertain suits or other proceedings relating to the rent, revenue or profits of land used for agricultural purposes, but does not include a Civil Court having original jurisdiction under this Code to try such suits or proceedings as being suits or proceedings of a civil nature.
(1) Where any Revenue Courts are governed by the provisions of this Code in those matters of procedure upon which any special enactment applicable to them is silent, the Government may, by notification in the official Gazette, declare that any portions of those provisions which are not expressly made applicable by this Code shall not apply to those Courts, or shall only apply to them with such notifications as the Government may prescribe.
(2) “Revenue Court” in sub-section (1) means a Court having jurisdiction under any law to entertain suits or other proceedings relating to the rent, revenue or profits of land used for agricultural purposes, but does not include a Civil Court having original jurisdiction under this Code to try such suits or proceedings as being suits or proceedings of a civil nature.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৫। রাজস্ব আদালতে কোডের প্রয়োগঃ
(১) যেখানে কোন রাজস্ব আদালত কার্যপ্রণালীর সেই সকল বিষয়ে এই কোডের বিধানাবলী দ্বারা পরিচালিত হয় যেইগুলি সম্পর্কে তাহাদের প্রতি প্রযোজ্য কোন বিশেষ বিধানে কিছু উল্লেখ নাই, সেখানে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষণা করিতে পারিবে যে, এই বিধানাবলীর যে অংশগুলি এই কোড দ্বারা সুস্পষ্টভাবে প্রযোজ্য করা হয় নাই, সেইগুলি সেই সকল আদালতে প্রযোজ্য হইবে না, অথবা সরকার যে সকল সংশোধনীর সহিত নির্দেশ করিবে কেবল সেইগুলিই প্রযোজ্য হইবে।
(২) উপ-ধারা (১) এ “রাজস্ব আদালত” বলিতে এমন একটি আদালতকে বুঝাইবে যাহার কৃষি কার্যের জন্য ব্যবহৃত ভূমির খাজনা, রাজস্ব বা মুনাফা সম্পর্কিত মোকদ্দমা বা অন্যান্য কার্যধারা বিচার করিবার জন্য কোন আইনের অধীনে এখতিয়ার রহিয়াছে, কিন্তু এই কোডের অধীনে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বা কার্যধারা হিসাবে এইরূপ মোকদ্দমা বা কার্যধারা বিচার করিবার আদি এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতকে অন্তর্ভুক্ত করিবে না।
(১) যেখানে কোন রাজস্ব আদালত কার্যপ্রণালীর সেই সকল বিষয়ে এই কোডের বিধানাবলী দ্বারা পরিচালিত হয় যেইগুলি সম্পর্কে তাহাদের প্রতি প্রযোজ্য কোন বিশেষ বিধানে কিছু উল্লেখ নাই, সেখানে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষণা করিতে পারিবে যে, এই বিধানাবলীর যে অংশগুলি এই কোড দ্বারা সুস্পষ্টভাবে প্রযোজ্য করা হয় নাই, সেইগুলি সেই সকল আদালতে প্রযোজ্য হইবে না, অথবা সরকার যে সকল সংশোধনীর সহিত নির্দেশ করিবে কেবল সেইগুলিই প্রযোজ্য হইবে।
(২) উপ-ধারা (১) এ “রাজস্ব আদালত” বলিতে এমন একটি আদালতকে বুঝাইবে যাহার কৃষি কার্যের জন্য ব্যবহৃত ভূমির খাজনা, রাজস্ব বা মুনাফা সম্পর্কিত মোকদ্দমা বা অন্যান্য কার্যধারা বিচার করিবার জন্য কোন আইনের অধীনে এখতিয়ার রহিয়াছে, কিন্তু এই কোডের অধীনে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বা কার্যধারা হিসাবে এইরূপ মোকদ্দমা বা কার্যধারা বিচার করিবার আদি এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতকে অন্তর্ভুক্ত করিবে না।
বিশ্লেষণাত্মক আলোচনা
(১) যদি কোনো বিশেষ আইনে রাজস্ব আদালতে কার্যক্রম পরিচালনার বিষয়ে কিছু না বলা থাকে (অর্থাৎ নীরব থাকে), তবে সেই ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির যেসব নিয়ম এই আইনে সরাসরি প্রযোজ্য বলা হয়নি, তবুও তা রাজস্ব আদালতে প্রযোজ্য হতে পারে। তবে সরকার চাইলে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করতে পারেন যে,(ক) দেওয়ানী কার্যবিধির যেসব অংশ এই আইনে সুস্পষ্টভাবে প্রযোজ্য করা হয়নি, সেগুলো রাজস্ব আদালতে প্রযোজ্য হবে না, অথবা
(খ) সরকার যেভাবে নির্ধারণ করবেন, সেই অনুযায়ী কিছু সংশোধনের মাধ্যমে নিয়মগুলো রাজস্ব আদালতে প্রযোজ্য হবে।
(২) “রাজস্ব আদালত” বলতে এমন আদালতকে বোঝায়, যাকে কোনো নির্দিষ্ট আইন অনুযায়ী সেই জমির বিষয়ে মোকদ্দমা বা কার্যক্রম গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়েছে— যে জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং যার সাথে খাজনা, রাজস্ব বা মুনাফার বিষয় জড়িত।
তবে মনে রাখতে হবে, এই ধরণের মোকদ্দমাগুলো সাধারণ দেওয়ানী আদালতের এখতিয়ারভুক্ত নয়, অর্থাৎ এগুলো দেওয়ানী আদালত মূলত শুনে না।
This content is locked
লক্ষ্য করুনঃ আইনের শিক্ষার্থীরা এবং সাধারণ পাঠকরা প্রায়ই The Code of Civil Procedure, 1908-কে বিভিন্নভাবে যেমনঃ CPC 1908, Code of Civil Procedure 1908, The Civil Procedure Code 1908, অথবা Civil Procedure Code 1908 নামে খোঁজেন। এই ভিন্ন নামগুলো সম্পর্কে ধারণা থাকলে খোঁজার সময় ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। এছাড়াও, অনেকে Laws of Bangladesh ওয়েসাইটে প্রবেশ করে এই আইনটি খোঁজ করেন।