Friday , December 12 2025
👁️ আজকের ভিউ: 2,750 | মোট ভিউ: 84,661
Bar Council Exam Preparation CPC

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি | দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ – এমসিকিউ অনুশীলনের সূচনা পর্ব

দেওয়ানী কার্যবিধির সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

অনুশীলন এর নির্দেশনা

প্রিমিয়াম মেম্বারদের জন্য অনুশীলনের নির্দেশনাসমূহঃ

১) আপনি যেহেতু আইনের ছাত্র/ছাত্রী, তাই আমরা বিশ্বাস করি— ৭টি আইনের গুরুত্বপূর্ণ অংশগুলো আপনি ইতোমধ্যে পড়েছেন। তবে যদি কিছু ধারায় দুর্বলতা থাকে, চিন্তার কিছু নেই। প্রতিবার অনুশীলনের সময় সফ্টওয়্যার আপনাকে নির্দিষ্ট সংখ্যক MCQ দেবে স্ক্যানিংয়ের জন্য, যাতে বোঝা যাবে কোন ধারায় আপনার দুর্বলতা রয়েছে।
২) সব প্রশ্নের উত্তর সবসময় জানা নাও থাকতে পারে। তারপরও সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করুন। অনুমানভিত্তিক উত্তর ভুল হলেও সমস্যা নেই— কারণ সফ্টওয়্যার আপনাকে পরে রিভিশনের সুযোগ দেবে।
৩) প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি দেখতে পারবেন— ক) সঠিক উত্তর, খ) সংশ্লিষ্ট আইন এবং গ) সংক্ষিপ্ত ব্যাখ্যা। যদি ভুল করেন, স্ক্রিনশট নিন বা নোট করুন এবং সংশ্লিষ্ট আইন দেখে ঠিক করে নিন।
৪) অনেক সময় আপনার মনে হতে পারে, “একই প্রশ্ন বারবার আসছে”— আসলে তা নয়। যদি সত্যিই একই প্রশ্ন পুনরাবৃত্তি হতো, তাহলে আপনি খুব সহজেই ৫০/৫০ বা ১০০/১০০ পেয়ে যেতেন।
৫) প্রতিবার অনুশীলন শেষে সফ্টওয়্যার আপনাকে দেখাবে— Average Score (গড় নম্বর) এবং Your Score (আপনার নম্বর)। আপনার লক্ষ্য থাকবে সবসময় Average Score-এর চেয়ে বেশি স্কোর করা। যখনই আপনি নিয়মিতভাবে Average Score অতিক্রম করতে পারবেন, তখন ধরে নেবেন— উক্ত বিষয়ের উপর আপনি পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন।

প্রিয় শিক্ষার্থী, আপনার জন্য প্রশ্ন লোড হচ্ছে…

প্রশ্ন ১: দেওয়ানি কার্যবিধি কী ধরনের আইন?

উত্তর: দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন (Procedural Law)। এটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তির প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ করে।

প্রশ্ন ২: দেওয়ানি কার্যবিধিতে কী কী বিষয় আলোচনা করা হয়েছে?

উত্তর: এই আইনে মোকদ্দমা দায়ের, আরজি ও লিখিত জবাব দাখিল, সমন জারি, শুনানি, রায় ঘোষণা, ডিক্রি জারি, বলবৎকরণ, আপিল, রিভিশন ও রিভিউ ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

প্রশ্ন ৩: দেওয়ানি কার্যবিধি প্রথম কবে প্রণীত হয়?

উত্তর: সর্বপ্রথম ১৮৫৯ সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ করা হয়।

প্রশ্ন ৪: বর্তমান দেওয়ানি কার্যবিধি কোন সালে প্রণীত হয়?

উত্তর: বর্তমান দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালে প্রণীত হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়।

প্রশ্ন ৫: সর্বশেষ কবে দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়েছে?

উত্তর: সর্বশেষ সংশোধন করা হয়েছে ২০২৫ সালে, যা “Code of Civil Procedure (Amendment) Ordinance 2025” নামে অভিহিত।

প্রশ্ন ৬: ২০২৫ সালের সংশোধন কে জারি করেন?

উত্তর: রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন।

প্রশ্ন ৭: দেওয়ানি কার্যবিধিতে মোট কয়টি ধারা রয়েছে?

উত্তর: এতে মোট ১৫৮টি ধারা রয়েছে।

প্রশ্ন ৮: দেওয়ানি কার্যবিধিতে মোট কয়টি আদেশ (Order) রয়েছে?

উত্তর: মোট ৫১টি আদেশ (Order) রয়েছে।

প্রশ্ন ৯: বর্তমানে কতটি তফসিল বলবৎ আছে?

উত্তর: বর্তমানে মোট ৩টি তফসিল বলবৎ রয়েছে।

প্রশ্ন ১০: দেওয়ানি কার্যবিধির ইংরেজি নাম কী?

উত্তর: The Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908)

প্রশ্ন ১১: দেওয়ানি কার্যবিধি কখন কার্যকর করা হয়?

উত্তর: আইনটি ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়।

প্রশ্ন ১২: দেওয়ানি কার্যবিধি কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: এটি দেওয়ানী আদালতসমূহের বিচার প্রক্রিয়ার মূল ভিত্তি, যা প্রতিটি দেওয়ানী মোকদ্দমার ধাপ নির্ধারণ করে দেয়।

বিষয়ভিত্তিক আরো MCQ অনুশীলন

YouTube Playlist Embed (No Gap Fix)

সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ

বেয়ার অ্যাক্ট ভিত্তিক হ্যান্ড নোট

আমাদের সেবাসমূহ

প্রয়োজনীয় সরকারি লিংক

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

Table of Contents

Index