Wednesday , March 12 2025

Bar Council Exam Preparation – Guidelines

আইনজীবী তালিকাভুক্তি MCQ পরীক্ষার প্রস্তুতি
নমুনা মডেল টেস্ট
নমুনা মডেল টেস্ট-এ আপনাকে স্বাগতম! অনুগ্রহ করে ১০০ টি MCQ প্রশ্নের সমন্বয়ে গঠিত নমুনা মডেল টেস্ট যাচাই করুন। এরপর এই পেইজের নিচে স্টাডি সংক্রান্ত এবং আমাদের পোর্টালে জয়েন করার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনাগুলো ভালভাবে পড়ে নিন। তবে আর দেরী কেন এখনই শুরু করে দিন…

প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাকে স্বাগতম। ১০০টি প্রশ্নের সমন্বয়ে তৈরী করা নমুনা মডেল টেস্ট শুরু করতে চাইলে নিচের “START EXAM” বাটনে ক্লিক করন…

বিষয় নির্বাচন করতে ক্লিক করুন

মডেল টেস্ট সংক্রান্ত নির্দেশনা
সহজ ভাষায় আইন শিক্ষা
নির্দেশনাসমূহঃ
প্রিয় শিক্ষার্থী বন্ধু, ১০০ নম্বরের প্রিমিয়াম মডেল টেস্ট অনুশীলন করার সময় নিম্নের বিষয়গুলো অনুসরণ করুন-
১) আপনি যেহেতু আইনের ছাত্র/ছাত্রী সেহেতু, আমরা বিশ্বাস করি ৭টি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কলেজ/বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় পড়েই আসছেন। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কোন কোন বিষয় ভালোভাবে পড়াই হয়নি এমনও হতে পারে। এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।
২) প্রতিবার মডেল টেস্ট অনুশীলন করার সময় সফ্টওয়্যার আপনাকে ৭টি আইনের উপর ১০০টি করে MCQ সরবরাহ করবে আপনাকে স্কেনিং করার জন্য অর্থ্যাৎ, সফ্টওয়্যার এই স্কেনিং এর মাধ্যমে বুঝতে পারবে সংশ্লিষ্ট আইনের কোন কোন অংশে আপনার দুর্বলতা রয়েছে। সুতরাং, সফ্টওয়্যার কর্তৃক প্রদত্ত ১০০টি MCQ সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখানে উল্লেখ্য যে, যেহেতু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক সেহেতু, কিছু কিছু প্রশ্নের উত্তর অনুমানের উপর ভিত্তি করে সঠিক হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ সফ্টওয়্যার যাচাই বাচাই এবং পুরোনো প্রশ্ন রিভিশন করার জন্য আপনার অনুশীলনের উপর ভিত্তি করে প্রয়োজন অনুসারে প্রশ্ন রিপিট করবে যতক্ষন পর্যন্ত আপনি সঠিক উত্তর প্রদান না করেন। আপনার কাছে মনে হতেই পারে সফ্টওয়্যার আপনাকে একই প্রশ্ন বার বার রিপিট করছে। আসলে বিষয়টি এমন নয়। যদি তাই হতো তাহলে আপনি ১০০টি প্রশ্নের সবগুলোই সঠিক উত্তর দিতে পারতেন। এখানে সফ্টওয়্যার প্রতিবার পুরোনো প্রশ্নের সাথে নতুন প্রশ্ন সংযোজন করে আপনাকে যাচাই করে, আপনি ভুলে গেলেন কি না।
৩) সফ্টওয়্যার কর্তৃক প্রদত্ত ১০০টি MCQ এর সবগুলোর সঠিক উত্তর আপনার জানা নাই থাকতে পারে। সেই ক্ষেত্রে সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করুন।
৪) প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর Check বাটনে ক্লিক করলে আপনি সঠিক উত্তর কোনটি আপনি তা দেখতে পারবেন এবং সেই সাথে কোন ধারা থেকে প্রশ্নটি করা হয়েছে তাও আপনি দেখতে পারবেন এবং গুরুত্বপূর্ণ MCQ এর ব্যাখ্যা দেখতে পারবেন। যদি আপনি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে কোন সমস্যা নেই আর যদি ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে প্রশ্নটির স্ক্রিন শট নিন অথবা খাতায় লিখুন। এরপর সংশ্লিষ্ট আইনের কোন অংশ থেকে প্রশ্নটি করা হয়েছে সেটি লক্ষ্য করুন এবং মূল আইন দেখে সংশোধন করে নিন।
৫) একটি বিষয় লক্ষ্য করবেন প্রতিবার অনুশীলনের সময় সফ্টওয়্যার আপনাকে একটি স্কোর দিবে। আপনি সবসময় সফ্টওয়্যার কর্তৃক প্রদত্ত স্কোরকে অতিক্রম করার চেষ্টা করবেন। এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি আপনার অনুশীলন চালিয়ে যাবেন ততক্ষন পর্যন্ত, যতক্ষন পর্যন্ত আপনি সফ্টওয়্যার এর স্কোরকে অতিক্রম করতে না পারেন। আরেকটি বিষয় আপনি যদি পর পর ৫টি মডেল টেস্ট-এ ১০০টি প্রশ্নের মধ্যে ৯৫টি এর অধিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে ধরে নিতেই পারেন আপনি বার কাউন্সিলের MCQ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত। মনে রাখবেন, ধারা মনে রাখার কোন কৌশল নেই যদিও কেউ কেউ নিজের মত করে কৌশল তৈরী করেছেন। মজার বিষয় হচ্ছে পরীক্ষার হলে বসার পর এই সকল চোখ ধাঁধানো কৌশল কোন কাজেই আসে না। অর্থ্যাৎ অনুশীলনের কোন বিকল্প নেই, আমাদের নির্দেশনা মত সঠিকভাবে অনুশীলন করলে আপনার চোখই বলে দিবে সঠিক উত্তর কোনটি। আমাদের রয়েছে (৩,৫০০+) MCQ এর তথ্য ভান্ডার যা আপনাকে করবে আরো সমৃদ্ধ। 

আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে জয়েন করার জন্য যোগাযোগ করুন 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে। অথবা নিচের WhatsApp বাটনে ক্লিক করুন…


***2506-Registration Contact

পরীক্ষার পূর্ব পর্যন্ত সাবস্ক্রীপশন ফি ১,০০০/-

বিঃ দ্রঃ সাবস্ক্রীপশন ফি পরিশোধ করার পর Mobile Apps এর লিঙ্ক, Username এবং Password আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে।