Tuesday , December 9 2025
👁️ আজকের ভিউ: 559 | মোট ভিউ: 77,206
Bar Council Exam Preparation Final Flash Model Test

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি | চূড়ান্ত ফ্ল্যাশ মডেল টেস্ট এর সূচনা পর্ব

অনুশীলন এর নির্দেশনা

প্রিমিয়াম মেম্বারদের জন্য অনুশীলনের নির্দেশনাসমূহঃ

১) আপনি যেহেতু আইনের ছাত্র/ছাত্রী, তাই আমরা বিশ্বাস করি— ৭টি আইনের গুরুত্বপূর্ণ অংশগুলো আপনি ইতোমধ্যে পড়েছেন। তবে যদি কিছু ধারায় দুর্বলতা থাকে, চিন্তার কিছু নেই। প্রতিবার অনুশীলনের সময় সফ্টওয়্যার আপনাকে নির্দিষ্ট সংখ্যক MCQ দেবে স্ক্যানিংয়ের জন্য, যাতে বোঝা যাবে কোন ধারায় আপনার দুর্বলতা রয়েছে।
২) সব প্রশ্নের উত্তর সবসময় জানা নাও থাকতে পারে। তারপরও সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করুন। অনুমানভিত্তিক উত্তর ভুল হলেও সমস্যা নেই— কারণ সফ্টওয়্যার আপনাকে পরে রিভিশনের সুযোগ দেবে।
৩) প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি দেখতে পারবেন— ক) সঠিক উত্তর, খ) সংশ্লিষ্ট আইন এবং গ) সংক্ষিপ্ত ব্যাখ্যা। যদি ভুল করেন, স্ক্রিনশট নিন বা নোট করুন এবং সংশ্লিষ্ট আইন দেখে ঠিক করে নিন।
৪) অনেক সময় আপনার মনে হতে পারে, “একই প্রশ্ন বারবার আসছে”— আসলে তা নয়। যদি সত্যিই একই প্রশ্ন পুনরাবৃত্তি হতো, তাহলে আপনি খুব সহজেই ৫০/৫০ বা ১০০/১০০ পেয়ে যেতেন।
৫) প্রতিবার অনুশীলন শেষে সফ্টওয়্যার আপনাকে দেখাবে— Average Score (গড় নম্বর) এবং Your Score (আপনার নম্বর)। আপনার লক্ষ্য থাকবে সবসময় Average Score-এর চেয়ে বেশি স্কোর করা। যখনই আপনি নিয়মিতভাবে Average Score অতিক্রম করতে পারবেন, তখন ধরে নেবেন— উক্ত বিষয়ের উপর আপনি পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন।

প্রিয় শিক্ষার্থী, আপনার জন্য প্রশ্ন লোড হচ্ছে…

বিষয়ভিত্তিক আরো MCQ অনুশীলন

YouTube Playlist Embed (No Gap Fix)

সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ

আমাদের সেবাসমূহ

প্রয়োজনীয় সরকারি লিংক

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

Table of Contents

Index