সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি
গাইডলাইনঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা লাইভ কাউন্সিলিং এর আওতায় রয়েছেন তাদেরকে Bar Council Exam Preparation সংক্রান্ত সকল আপডেট মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 3. Interpretation-clause:
In this Act, unless there be something repugnant in the subject or context,-
“obligation” includes every duty enforceable by law;
“trust” includes every species of express, implied, or constructive fiduciary ownership;
“trustee” includes every person holding, expressly, by implication, or constructively, a fiduciary character.
Illustrations:
(a) Z bequeaths land to A, “not doubting that he will pay there-out an annuity of Taka 1,000 to B for his life”. A accepts the bequest. A is a trustee, within the meaning of this Act, for B, to the extent of the annuity.
(b) A is the legal, medical, or spiritual adviser of B. By availing himself of his situation as such adviser, A gains some pecuniary advantage which might otherwise have accrued to B. A is a trustee, for B, within the meaning of this Act, of such advantage.
(c) A, being B’s banker discloses for his own purpose the state of B’s account. A is a trustee, within the meaning of this Act, for the B, of the benefit gained by him by means of such disclosure.
(d) A, the mortgagee of certain leaseholds, renews the lease in his own name. A is a trustee, within the meaning of this Act, of the renewed lease, for those interested in the original lease.
(e) A, one of several partners, is employed to purchase goods for the firm. A, unknown to his co-partners, supplies them, at the market price, with goods previously bought by himself when the price was lower, and thus makes a considerable profit. A is a trustee for his co-partners, within the meaning of this Act, of the profit so made.
(f) A, the manager of B’s indigo-factory, becomes agents for C, a vendor of indigo-seed, and receives, without B’s assent, commission on the seed purchased from C for the factory. A is the trustee, within the meaning of this Act, for B, of the commission so received.
(g) A buys certain land with notice that B has already contracted to buy it. A is a trustee, within the meaning of this Act, for B, of the land so bought.
(h) A buys land from B, having notice that C is in occupation of the land. A omits to make any inquiry as to the nature of C’s interest therein. A is a trustee, within the meaning of this Act, for C, to the extent of that interest.
“settlement” means any instrument (other than a will or codicil as defined by the Succession Act, 1925 whereby the destination or devolution of successive interests in moveable or immoveable property is disposed of or is agreed to be disposed of.
Words defined in Contract Act:
and all words occurring in this Act, which are defined in the Contract Act, 1872, shall be deemed to have the meanings respectively assigned to them by that Act.
In this Act, unless there be something repugnant in the subject or context,-
“obligation” includes every duty enforceable by law;
“trust” includes every species of express, implied, or constructive fiduciary ownership;
“trustee” includes every person holding, expressly, by implication, or constructively, a fiduciary character.
Illustrations:
(a) Z bequeaths land to A, “not doubting that he will pay there-out an annuity of Taka 1,000 to B for his life”. A accepts the bequest. A is a trustee, within the meaning of this Act, for B, to the extent of the annuity.
(b) A is the legal, medical, or spiritual adviser of B. By availing himself of his situation as such adviser, A gains some pecuniary advantage which might otherwise have accrued to B. A is a trustee, for B, within the meaning of this Act, of such advantage.
(c) A, being B’s banker discloses for his own purpose the state of B’s account. A is a trustee, within the meaning of this Act, for the B, of the benefit gained by him by means of such disclosure.
(d) A, the mortgagee of certain leaseholds, renews the lease in his own name. A is a trustee, within the meaning of this Act, of the renewed lease, for those interested in the original lease.
(e) A, one of several partners, is employed to purchase goods for the firm. A, unknown to his co-partners, supplies them, at the market price, with goods previously bought by himself when the price was lower, and thus makes a considerable profit. A is a trustee for his co-partners, within the meaning of this Act, of the profit so made.
(f) A, the manager of B’s indigo-factory, becomes agents for C, a vendor of indigo-seed, and receives, without B’s assent, commission on the seed purchased from C for the factory. A is the trustee, within the meaning of this Act, for B, of the commission so received.
(g) A buys certain land with notice that B has already contracted to buy it. A is a trustee, within the meaning of this Act, for B, of the land so bought.
(h) A buys land from B, having notice that C is in occupation of the land. A omits to make any inquiry as to the nature of C’s interest therein. A is a trustee, within the meaning of this Act, for C, to the extent of that interest.
“settlement” means any instrument (other than a will or codicil as defined by the Succession Act, 1925 whereby the destination or devolution of successive interests in moveable or immoveable property is disposed of or is agreed to be disposed of.
Words defined in Contract Act:
and all words occurring in this Act, which are defined in the Contract Act, 1872, shall be deemed to have the meanings respectively assigned to them by that Act.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৩। ব্যাখ্যা-অনুচ্ছেদঃ
এই আইনে, যদি বিষয় বা প্রসঙ্গে কোনো বিপরীত কিছু না থাকে, তবে-
“বাধ্যবাধকতা” (obligation) এর মধ্যে আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত;
“ট্রাস্ট” (trust) এর মধ্যে প্রকাশ্য (express), অনুমিত (implied) বা কাঠামোগত (constructive) বিশ্বস্ত মালিকানার প্রতিটি শ্রেণী অন্তর্ভুক্ত;
“ট্রাস্টি” (trustee) এর মধ্যে প্রত্যেক ব্যক্তি অন্তর্ভুক্ত যে প্রকাশ্যভাবে, অনুমিতভাবে বা কাঠামোগতভাবে একটি বিশ্বস্ত চরিত্র ধারণ করে।
উদাহরণসমূহঃ
(ক) Z, A-কে ভূমি উইল করেন, “এ বিষয়ে কোনো সন্দেহ না রেখে যে সে তা থেকে B-কে তার জীবনকালের জন্য ১,০০০ টাকা বার্ষিক বৃত্তি প্রদান করবে”। A উইলটি গ্রহণ করে। এই আইনের অর্থে, A ঐ বার্ষিক বৃত্তির পরিমাণ পর্যন্ত B-এর জন্য একজন ট্রাস্টি।
(খ) A, B-এর আইনগত, চিকিৎসা সংক্রান্ত বা আধ্যাত্মিক উপদেষ্টা। A অনুরূপ উপদেষ্টা হিসাবে তার অবস্থানের সুযোগ গ্রহণ করে কিছু আর্থিক সুবিধা লাভ করে যাহা অন্যথায় B-এর প্রাপ্য ছিল। এই আইনের অর্থে, A অনুরূপ সুবিধার জন্য B-এর একজন ট্রাস্টি।
(গ) A, B-এর ব্যাংকার হইয়া, নিজের উদ্দেশ্যে B-এর হিসাবের অবস্থা প্রকাশ করে। এই আইনের অর্থে, A অনুরূপ প্রকাশের মাধ্যমে তাহার দ্বারা অর্জিত সুবিধার জন্য B-এর একজন ট্রাস্টি।
(ঘ) A, একটি নির্দিষ্ট ইজারার বন্ধকগ্রহীতা (mortgagee), ইজারাটি নিজের নামে নবায়ন করে। এই আইনের অর্থে, A নবায়িত ইজারার জন্য, মূল ইজারায় আগ্রহী ব্যক্তিদের জন্য একজন ট্রাস্টি।
(ঙ) A, বেশ কয়েকজন অংশীদারের একজন, ফার্মের জন্য জিনিসপত্র ক্রয় করিতে নিযুক্ত। A, তাহার সহ-অংশীদারদের অজ্ঞাতসারে, জিনিসপত্রের দাম কম থাকাকালীন সময়ে নিজে পূর্বেই ক্রয়কৃত জিনিসপত্র বাজারের দামে তাহাদের নিকট সরবরাহ করে এবং এইভাবে একটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে। এই আইনের অর্থে, A এইভাবে অর্জিত মুনাফার জন্য তাহার সহ-অংশীদারদের একজন ট্রাস্টি।
(চ) A, B-এর নীল কারখানার ব্যবস্থাপক, নীল-বীজ বিক্রেতা C-এর প্রতিনিধি (agent) হয় এবং B-এর সম্মতি ব্যতীত, কারখানাটির জন্য C-এর নিকট হইতে ক্রয়কৃত বীজের উপর কমিশন গ্রহণ করে। এই আইনের অর্থে, A এইভাবে প্রাপ্ত কমিশনের জন্য B-এর একজন ট্রাস্টি।
(ছ) A, একটি নির্দিষ্ট ভূমি এই নোটিশসহ ক্রয় করে যে B ইতোমধ্যেই উহা ক্রয় করিবার জন্য চুক্তি করিয়াছে। এই আইনের অর্থে, A এইভাবে ক্রয়কৃত ভূমির জন্য B-এর একজন ট্রাস্টি।
(জ) A, B-এর নিকট হইতে ভূমি ক্রয় করে, এই নোটিশসহ যে C ভূমিটির দখলে আছে। A C-এর স্বার্থের প্রকৃতি সম্পর্কে কোনো অনুসন্ধান করিতে অবহেলা করে। এই আইনের অর্থে, A ঐ স্বার্থের পরিমাণ পর্যন্ত C-এর জন্য একজন ট্রাস্টি।
“বন্দোবস্ত” (settlement) অর্থ যেকোনো দলিল (উত্তরাধিকার আইন, ১৯২৫ দ্বারা সংজ্ঞায়িত কোনো উইল বা কোডিসিল ব্যতীত) যাহার দ্বারা অস্থাবর বা স্থাবর সম্পত্তিতে উত্তরোত্তর স্বার্থের গন্তব্য বা বিলিব্যবস্থা নিষ্পন্ন হয় বা নিষ্পন্ন হইবার জন্য সম্মত হয়।
চুক্তি আইনে সংজ্ঞায়িত শব্দাবলীঃ
এবং এই আইনে ব্যবহৃত সকল শব্দ যাহা চুক্তি আইন, ১৮৭২-এ সংজ্ঞায়িত হইয়াছে, সেইগুলি সেই আইন দ্বারা তাহাদের জন্য নির্ধারিত অর্থ ধারণ করিবে বলিয়া গণ্য হইবে।
এই আইনে, যদি বিষয় বা প্রসঙ্গে কোনো বিপরীত কিছু না থাকে, তবে-
“বাধ্যবাধকতা” (obligation) এর মধ্যে আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত;
“ট্রাস্ট” (trust) এর মধ্যে প্রকাশ্য (express), অনুমিত (implied) বা কাঠামোগত (constructive) বিশ্বস্ত মালিকানার প্রতিটি শ্রেণী অন্তর্ভুক্ত;
“ট্রাস্টি” (trustee) এর মধ্যে প্রত্যেক ব্যক্তি অন্তর্ভুক্ত যে প্রকাশ্যভাবে, অনুমিতভাবে বা কাঠামোগতভাবে একটি বিশ্বস্ত চরিত্র ধারণ করে।
উদাহরণসমূহঃ
(ক) Z, A-কে ভূমি উইল করেন, “এ বিষয়ে কোনো সন্দেহ না রেখে যে সে তা থেকে B-কে তার জীবনকালের জন্য ১,০০০ টাকা বার্ষিক বৃত্তি প্রদান করবে”। A উইলটি গ্রহণ করে। এই আইনের অর্থে, A ঐ বার্ষিক বৃত্তির পরিমাণ পর্যন্ত B-এর জন্য একজন ট্রাস্টি।
(খ) A, B-এর আইনগত, চিকিৎসা সংক্রান্ত বা আধ্যাত্মিক উপদেষ্টা। A অনুরূপ উপদেষ্টা হিসাবে তার অবস্থানের সুযোগ গ্রহণ করে কিছু আর্থিক সুবিধা লাভ করে যাহা অন্যথায় B-এর প্রাপ্য ছিল। এই আইনের অর্থে, A অনুরূপ সুবিধার জন্য B-এর একজন ট্রাস্টি।
(গ) A, B-এর ব্যাংকার হইয়া, নিজের উদ্দেশ্যে B-এর হিসাবের অবস্থা প্রকাশ করে। এই আইনের অর্থে, A অনুরূপ প্রকাশের মাধ্যমে তাহার দ্বারা অর্জিত সুবিধার জন্য B-এর একজন ট্রাস্টি।
(ঘ) A, একটি নির্দিষ্ট ইজারার বন্ধকগ্রহীতা (mortgagee), ইজারাটি নিজের নামে নবায়ন করে। এই আইনের অর্থে, A নবায়িত ইজারার জন্য, মূল ইজারায় আগ্রহী ব্যক্তিদের জন্য একজন ট্রাস্টি।
(ঙ) A, বেশ কয়েকজন অংশীদারের একজন, ফার্মের জন্য জিনিসপত্র ক্রয় করিতে নিযুক্ত। A, তাহার সহ-অংশীদারদের অজ্ঞাতসারে, জিনিসপত্রের দাম কম থাকাকালীন সময়ে নিজে পূর্বেই ক্রয়কৃত জিনিসপত্র বাজারের দামে তাহাদের নিকট সরবরাহ করে এবং এইভাবে একটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে। এই আইনের অর্থে, A এইভাবে অর্জিত মুনাফার জন্য তাহার সহ-অংশীদারদের একজন ট্রাস্টি।
(চ) A, B-এর নীল কারখানার ব্যবস্থাপক, নীল-বীজ বিক্রেতা C-এর প্রতিনিধি (agent) হয় এবং B-এর সম্মতি ব্যতীত, কারখানাটির জন্য C-এর নিকট হইতে ক্রয়কৃত বীজের উপর কমিশন গ্রহণ করে। এই আইনের অর্থে, A এইভাবে প্রাপ্ত কমিশনের জন্য B-এর একজন ট্রাস্টি।
(ছ) A, একটি নির্দিষ্ট ভূমি এই নোটিশসহ ক্রয় করে যে B ইতোমধ্যেই উহা ক্রয় করিবার জন্য চুক্তি করিয়াছে। এই আইনের অর্থে, A এইভাবে ক্রয়কৃত ভূমির জন্য B-এর একজন ট্রাস্টি।
(জ) A, B-এর নিকট হইতে ভূমি ক্রয় করে, এই নোটিশসহ যে C ভূমিটির দখলে আছে। A C-এর স্বার্থের প্রকৃতি সম্পর্কে কোনো অনুসন্ধান করিতে অবহেলা করে। এই আইনের অর্থে, A ঐ স্বার্থের পরিমাণ পর্যন্ত C-এর জন্য একজন ট্রাস্টি।
“বন্দোবস্ত” (settlement) অর্থ যেকোনো দলিল (উত্তরাধিকার আইন, ১৯২৫ দ্বারা সংজ্ঞায়িত কোনো উইল বা কোডিসিল ব্যতীত) যাহার দ্বারা অস্থাবর বা স্থাবর সম্পত্তিতে উত্তরোত্তর স্বার্থের গন্তব্য বা বিলিব্যবস্থা নিষ্পন্ন হয় বা নিষ্পন্ন হইবার জন্য সম্মত হয়।
চুক্তি আইনে সংজ্ঞায়িত শব্দাবলীঃ
এবং এই আইনে ব্যবহৃত সকল শব্দ যাহা চুক্তি আইন, ১৮৭২-এ সংজ্ঞায়িত হইয়াছে, সেইগুলি সেই আইন দ্বারা তাহাদের জন্য নির্ধারিত অর্থ ধারণ করিবে বলিয়া গণ্য হইবে।
বিশ্লেষণাত্মক আলোচনা
এই ধারাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি আইনের মধ্যে ব্যবহৃত কয়েকটি মৌলিক শব্দ এবং ধারণার সংজ্ঞা প্রদান করে। আইনের প্রতিটি ধারাই এই সংজ্ঞাগুলোর উপর ভিত্তি করে নির্মিত, তাই এগুলো বোঝা অপরিহার্য।ধারাটির মূল বিষয়বস্তুঃ
এই ধারাটি প্রধানত তিনটি মৌলিক আইনি ধারণার সংজ্ঞা দেয়ঃ
১) বাধ্যবাধকতা (Obligation):
এই আইনে “বাধ্যবাধকতা” মানে হলো এমন প্রতিটি কর্তব্য যা আইন দ্বারা প্রয়োগযোগ্য (enforceable by law)। এর অর্থ হলো, শুধুমাত্র নৈতিক বা সামাজিক দায়িত্ব নয়, বরং যে দায়িত্ব লঙ্ঘন করলে আইনের আশ্রয় নেওয়া যায়, তা-ই বাধ্যবাধকতা। এর মধ্যে চুক্তিগত বাধ্যবাধকতা, টর্ট (tort) থেকে সৃষ্ট বাধ্যবাধকতা এবং ট্রাস্ট থেকে সৃষ্ট বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত।
২) ট্রাস্ট (Trust) এবং ট্রাস্টি (Trustee):
এই আইন অনুযায়ী, “ট্রাস্ট” বলতে এমন এক ধরনের মালিকানাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি (ট্রাস্টি) কোনো সম্পত্তি বা অধিকার ধারণ করে, কিন্তু সেই সম্পত্তির প্রকৃত বা চূড়ান্ত মালিকানা অন্য কোনো ব্যক্তির (beneficiary) জন্য থাকে। এখানে মালিকানাটি কোনো চুক্তি বা উইল দ্বারা প্রকাশ্য (expressly) হতে পারে, অথবা পরিস্থিতি দ্বারা অনুমিত (implied) হতে পারে, বা এমনকি আদালতের সিদ্ধান্তে কাঠামোগতভাবে (constructively) আরোপিত হতে পারে।
ট্রাস্টের মতো, “ট্রাস্টি” বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যে বিশ্বস্ত (fiduciary) হিসেবে কোনো সম্পত্তি ধারণ করে। সে প্রকাশ্যভাবে, অনুমিতভাবে বা কাঠামোগতভাবে এই দায়িত্ব পালন করতে পারে।
উদাহরণসমূহ (Illustrations):
ধারাটিতে প্রদত্ত উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো “ট্রাস্টি” এর ধারণাটিকে বাস্তব জীবনের পরিস্থিতিতে ব্যাখ্যা করে।
(ক): এখানে উইল দ্বারা একটি প্রকাশ্য ট্রাস্ট সৃষ্টি হয়েছে। A একটি সম্পত্তি পেয়েছে, কিন্তু তাকে B-এর জন্য বার্ষিক ১,০০০ টাকা দিতে হবে। তাই A এই দায়িত্বের জন্য B-এর একজন ট্রাস্টি।
(খ), (গ), (ঘ), (ঙ), (চ): এই উদাহরণগুলো কাঠামোগত বা কনস্ট্রাকটিভ ট্রাস্ট এর দৃষ্টান্ত। এই ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা উইল দ্বারা ট্রাস্ট সৃষ্টি হয় না। বরং, একজন ব্যক্তি তার অবস্থান বা সুযোগের অপব্যবহার করে এমন কোনো সুবিধা লাভ করে যা অন্য কারও প্রাপ্য ছিল। আদালত তখন সেই ব্যক্তিকে সেই সুবিধার জন্য অন্য ব্যক্তির ট্রাস্টি হিসেবে গণ্য করে। এর মাধ্যমে আদালত ন্যায়ের প্রতিষ্ঠা করে এবং অন্যায়ভাবে প্রাপ্ত সুবিধা ফিরিয়ে দিতে বাধ্য করে।
(ছ), (জ): এই উদাহরণগুলো তৃতীয় পক্ষের অধিকারের ক্ষেত্রে কাঠামোগত ট্রাস্ট এর সৃষ্টি দেখায়। যেমন, (ছ) তে A ভূমিটি কিনেছে, কিন্তু সে জানে যে B-এরও সেই ভূমি কেনার একটি চুক্তি ছিল। আইনের দৃষ্টিতে, A সেই ভূমিটি B-এর জন্য ট্রাস্টি হিসেবেই ধারণ করছে।
৩) বন্দোবস্ত (Settlement):
“বন্দোবস্ত” বলতে এমন একটি আইনি দলিলকে বোঝায় যা উত্তরাধিকার আইন দ্বারা সংজ্ঞায়িত উইল বা কোডিসিল নয়। এই দলিলের মাধ্যমে কোনো অস্থাবর বা স্থাবর সম্পত্তির উত্তরাধিকারের ক্রম বা পর্যায়ক্রমিক অধিকারের বিন্যাস করা হয়। এর ফলে সম্পত্তিটি উত্তরাধিকারীদের মধ্যে কীভাবে স্থানান্তরিত হবে, তা নির্দিষ্ট করা হয়।
চুক্তি আইনে সংজ্ঞায়িত শব্দাবলীঃ
এই বিধানটি একটি গুরুত্বপূর্ণ আইনি সমন্বয় সাধন করে। এটি বলে যে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে এমন কোনো শব্দ যদি ব্যবহৃত হয় যা চুক্তি আইন, ১৮৭২-এ সংজ্ঞায়িত হয়েছে, তাহলে সেই শব্দগুলো চুক্তি আইন অনুযায়ী তাদের অর্থ ধারণ করবে। এর ফলে আইনের মধ্যে সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় থাকে।
সংক্ষেপে, ধারা ৩ আইনের মূল ভিত্তি তৈরি করে। এটি নিশ্চিত করে যে এই আইনের প্রয়োগ কোনো শব্দ বা ধারণার ভুল ব্যাখ্যার কারণে ভুল পথে চালিত হবে না। এটি বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ।
This content is locked