সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি
গাইডলাইনঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা লাইভ কাউন্সিলিং এর আওতায় রয়েছেন তাদেরকে Bar Council Exam Preparation সংক্রান্ত সকল আপডেট মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 4. Savings:
Except where it is herein otherwise expressly enacted, nothing in this Act shall be deemed-
(a) to give any right to relief in respect of any agreement which is not a contract;
(b) to deprive any person of any right to relief, other than specific performance, which he may have under any contract; or
(c) to affect the operation of the 3[Registration Act, 1908] on documents.
Except where it is herein otherwise expressly enacted, nothing in this Act shall be deemed-
(a) to give any right to relief in respect of any agreement which is not a contract;
(b) to deprive any person of any right to relief, other than specific performance, which he may have under any contract; or
(c) to affect the operation of the 3[Registration Act, 1908] on documents.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৪। সংরক্ষণঃ
যেখানে এই আইনে অন্যভাবে স্পষ্টভাবে বিধান করা হয় নাই, সেইক্ষেত্র ব্যতীত, এই আইনের কোনো কিছুই নিম্নলিখিত বলিয়া গণ্য হইবে না-
(ক) কোনো চুক্তি নহে এমন কোনো চুক্তির বিষয়ে কোনো প্রতিকারের অধিকার প্রদান করা;
(খ) কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট কার্যসম্পাদন (specific performance) ব্যতীত অন্য কোনো প্রতিকারের অধিকার হইতে বঞ্চিত করা, যাহা তাহার কোনো চুক্তির অধীনে থাকিতে পারে; অথবা
(গ) দলিলপত্রের উপর ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের কার্যকারিতাকে প্রভাবিত করা।
যেখানে এই আইনে অন্যভাবে স্পষ্টভাবে বিধান করা হয় নাই, সেইক্ষেত্র ব্যতীত, এই আইনের কোনো কিছুই নিম্নলিখিত বলিয়া গণ্য হইবে না-
(ক) কোনো চুক্তি নহে এমন কোনো চুক্তির বিষয়ে কোনো প্রতিকারের অধিকার প্রদান করা;
(খ) কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট কার্যসম্পাদন (specific performance) ব্যতীত অন্য কোনো প্রতিকারের অধিকার হইতে বঞ্চিত করা, যাহা তাহার কোনো চুক্তির অধীনে থাকিতে পারে; অথবা
(গ) দলিলপত্রের উপর ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের কার্যকারিতাকে প্রভাবিত করা।
বিশ্লেষণাত্মক আলোচনা
এই ধারাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর একটি গুরুত্বপূর্ণ বিধান, যা এই আইনের সীমা (limitations) এবং অন্যান্য আইনের সাথে সম্পর্ক নির্ধারণ করে। এর মূল উদ্দেশ্য হলো এটি স্পষ্ট করা যে, এই আইনটি বিদ্যমান কোনো অধিকার বা অন্যান্য আইনি বিধানকে বাতিল বা ক্ষুণ্ণ করবে না, যদি না তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়।ধারাটির মূল বিষয়বস্তুঃ
এই ধারাটি তিনটি প্রধান নীতির উপর প্রতিষ্ঠিতঃ
(ক) চুক্তি এবং চুক্তিপত্র এর মধ্যে পার্থক্যঃ
এই আইনটি কোনো ‘চুক্তি’ এর বিষয়ে প্রতিকার দেবে না, যা ‘চুক্তিপত্র’ নয়। চুক্তি আইন, ১৮৭২ অনুযায়ী, একটি চুক্তি হলো এমন একটি চুক্তিপত্র যা আইন দ্বারা কার্যকরযোগ্য (enforceable by law)। উদাহরণস্বরূপ, একটি সামাজিক বা নৈতিক চুক্তিপত্র, যেমনঃ দুপুরের খাবারের জন্য কারও সাথে দেখা করার প্রতিশ্রুতি, তা আইন দ্বারা কার্যকরযোগ্য নয়। তাই, সুনির্দিষ্ট প্রতিকার আইন এই ধরনের চুক্তির জন্য কোনো প্রতিকার দেবে না। এর মাধ্যমে আইনটি তার এখতিয়ারকে কেবলমাত্র আইনিভাবে বাধ্যতামূলক চুক্তিপত্রের মধ্যে সীমাবদ্ধ রাখে।
(খ) অন্যান্য প্রতিকারের অধিকার সংরক্ষণঃ
এই আইনের কোনো কিছুই কোনো ব্যক্তিকে তার অন্য কোনো প্রতিকারের অধিকার থেকে বঞ্চিত করবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন সাধারণত সুনির্দিষ্ট কার্যসম্পাদন (specific performance) বা নিষেধাজ্ঞা (injunction) এর মতো প্রতিকার নিয়ে কাজ করে। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো চুক্তির অধীনে ক্ষতিপূরণ (damages) বা অন্য কোনো ধরনের প্রতিকারের অধিকারী হন, তাহলে এই আইন সেই অধিকারকে বাতিল করবে না। এর মানে হলো, একজন ব্যক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদনের পাশাপাশি বা পরিবর্তে ক্ষতিপূরণেরও দাবি করতে পারে, যদি তার চুক্তিতে সেই অধিকার থাকে। এটি বিচারপ্রার্থীদের জন্য একাধিক প্রতিকারের পথ খোলা রাখে।
(গ) রেজিস্ট্রেশন আইনের কার্যকারিতাঃ
এই ধারাটি স্পষ্ট করে যে, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের (Registration Act, 1908) কার্যকারিতাকে প্রভাবিত করবে না। এর অর্থ হলো, যদি কোনো দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয় (যেমনঃ স্থাবর সম্পত্তি হস্তান্তরের দলিল), তাহলে সেই দলিলটি রেজিস্ট্রেশন আইনে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করেই নিবন্ধিত হতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনোভাবেই সেই প্রয়োজনীয়তাকে শিথিল করবে না। এটি নিশ্চিত করে যে বিভিন্ন আইনের মধ্যে সমন্বয় বজায় থাকে এবং একটি আইনের বিধান অন্য কোনো আইনের উদ্দেশ্যকে ব্যাহত করে না।
সংক্ষেপে, ধারা ৪ হলো একটি সংরক্ষণমূলক ধারা (savings clause)। এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সীমাবদ্ধতা ও পরিধি নির্ধারণ করে এবং অন্যান্য আইনের সাথে এর সম্পর্ক স্পষ্ট করে। এটি নিশ্চিত করে যে এই আইনটি কোনো বিদ্যমান আইন বা অধিকারের সাথে সাংঘর্ষিক হবে না। এই ধারাটি আইনের আন্তঃসম্পর্ক এবং এর কার্যকারিতার মৌলিক নীতিগুলো বুঝতে সাহায্য করবে।
This content is locked