Thursday , April 25 2024

বর্গা চাষ, পর্ব-০৮

নির্ধারিত কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে প্রতিকারঃ ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশের কোনো বিধানের অধীনে যদি নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো আদেশ, সিদ্ধান্ত বা ব্যবস্থা গ্রহণের ফলে কোনো ব্যক্তি সন্তুষ্ট না হন তাহলে সংক্ষুদ্ধ ব্যক্তি উক্ত আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। {১৯৮৪ সালের ভূমি সংক্রান্ত অধ্যাদেশের ১৭(২) ধারা}

কত দিনের মধ্যে?

আদেশ প্রদানের তারিখ হতে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।

কোথায় আপিল করতে হবে?

সরকার কতৃর্ক নির্ধারিত আপিল কর্তৃপক্ষের নিকট। তবে উল্লেখ্য যে, নির্ধারিত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্তে বলে গন্য হবে।

বিধান লংঘনের শাস্তিঃ যদি কোনো ব্যক্তি এই অধ্যাদেশের কোনো বিধিমালার অধীনে কোনো কর্তৃপক্ষের প্রদত্ত কোনো আদেশ লংঘন করেন তাহলে তিনি জরিমানা সহ শাস্তি যোগ্য অপরাধী বলে বিবেচিত হবেন যার পরিমাণ ২০০০/= টাকা পর্যন্ত বর্ধিত হতে পারে। (১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশের ২১ ধারা)

<<< পর্ব-০৭

Check Also

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতির জন্য দেওয়ানী কার্যবিধির ভাষ্য

দেওয়ানী কার্যবিধির ধারা-১৪ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতির জন্য দেওয়ানী কার্যবিধির ভাষ্য

দেওয়ানী কার্যবিধির ধারা-১৩ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)