Thursday , April 25 2024

একটি লিগ্যাল নোটিশ এর ড্রাফটিং (চেক ডিজঅনার সংক্রান্ত)

বিঃদ্রঃ নিম্নে ড্রাফটিং এর কাল্পনিক তথ্য পর্যাক্রমিকভাবে উপস্থাপন করা হল এবং এই তথ্যগুলো কিভাবে সাজিয়ে লিখতে হয় তা পিডিএফ ফাইলের মাধ্যমে উপস্থাপন করা হল। আশাকরি সকলেই উপকৃত হবেন।

লিগ্যাল নোটিশ এর মূল বিষয়বস্তুঃ

১। আমার মোয়াক্কেলের সাথে আপনার সহিত ব্যবসায়ীক লেনদেন থাকার কারণে আমার মোয়াক্কেলের পাওনা টাকা পরিশোধের নিমিত্তে আপনি বিগত ২৫/০৩/২০১৩ ইং তারিখে আপনার নিজস্ব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা, একাউন্ট নম্বর- XXXXX, একখানা ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকার চেক আমার মোয়াক্কেলকে প্রদান করেন। যাহার চেক নং- XXXXX, আপনার প্রদত্ত চেকখানা আমার মোয়াক্কেল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সদরঘাট শাখা, ঢাকা বিগত ১৯/০৯/২০১৩ ইং তারিখ নগদায়নের জন্য জমা প্রদান করিলে উক্ত চেকটি ডিজঅনার হয় এবং ব্যাংক কর্তৃপক্ষ Insufficient Fund মর্মে রশিদ প্রদান করতঃ চেক ফেরত প্রদান করেন।

২। এমতাবস্থায়, আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে যে, অত্র নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপনি আমার মোয়াক্কেলকে প্রদত্ত চেকের পাওনা ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা পরিশোধ করিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে এন,আই, এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক মামলা দায়ের করিতে বাধ্য হইবেন। যাহার সমস্ত দায়-দায়িত্ব ও ব্যয়ভার আপনাকেই বহন করিতে হইবে।

বিঃদ্রঃ অত্র লিগ্যাল নোটিশের ১ (এক) কপি পরবর্তী কার্য্যক্রমের জন্য আমার সেরেস্তায় সংরক্ষিত রহিল।

Check Also

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতির জন্য দেওয়ানী কার্যবিধির ভাষ্য

দেওয়ানী কার্যবিধির ধারা-১৪ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতির জন্য দেওয়ানী কার্যবিধির ভাষ্য

দেওয়ানী কার্যবিধির ধারা-১৩ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)