Saturday , September 27 2025
Learn to file your Income Tax through E-Return and E-IT Return, master the process of Tax Online Return, and gain complete knowledge of Income Taxation.
Professional Training on Income Tax & VAT in Bangladesh

Professional Training on Income Tax & VAT in Bangladesh

আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?

অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।

e-Return সিস্টেমে সাইন-ইন করব কীভাবে?

এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি e-Return সিস্টেম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কী প্রয়োজন?

e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১# ডায়াল করুন।

e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কী?

e-Return সিস্টেম ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব?

হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।

📚 আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রশিক্ষণ

আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে নিজেকে তৈরী করতে ইচ্ছুক? ITP (আয়কর রিটার্ন প্রস্তুতকারী) পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন? আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্তির জন্য কর অভিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক? আপনি কি নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে জমা দিতে ইচ্ছুক? আপনি কি নিজের এবং অন্যদের রিটার্ন দাখিলের মাধ্যমে আর্নিং সোর্স তৈরী করতে চাচ্ছেন? তাহলে এই কোর্সটি আপনার জন্য।

🎁 এই কোর্সে যা যা শিখানো হবেঃ

  • আয়কর ও আয়কর আইনের প্রাথমিক ধারণা।
  • আয়কর রিটার্ন সম্পর্কিত প্রাথমিক জ্ঞান।
  • বিভিন্ন আয়কর রিটার্ন সম্পর্কে ধারণা।
  • বিভিন্ন কর সম্পর্কে ধারণা।
  • Assessment কি? রিটার্ন Assessment করার পদ্ধতি।
  • আয়ের উৎস কি কি? করমুক্ত আয় কি কি?
  • আয়করের হার (ব্যক্তি শ্রেণির করদাতা)।
  • Advance Tax কি? Advance Tax কারা প্রদান করবেন?
  • Advance Tax প্রদানের পদ্ধতি কি?
  • বিনিয়োগ কি? বিনিয়োগের খাতগুলো কি কি?
  • রেয়াত কি? কিভাবে রেয়াত নেওয়া যায়?
  • বেতন হতে আয়ের উপর কিভাবে কর গণনা করবেন?
  • সরকারি ও বেসরকারি কর্মচারীদের বেতন খাতের আয় কর পরিগণনা।
  • গৃহ সম্পত্তির আয়ের উপর কিভাবে কর গণনা করবেন?
  • কৃষি খাত হতে কর কিভাবে গণনা করবেন?
  • অন্যান্য উৎস হতে আয়ের উপর কর গণনা কিভাবে করবেন?
  • Capital Gain কি? কিভাবে তা গণনা করা হয়?
  • জরিমানা ও সুদ কিভাবে ধার্য হয়?
  • হিসাবের খাত কি কি?
  • উৎসে কর কর্তন এবং Advance Income Tax এর মধ্যে সম্পর্ক।
  • ব্যবসা বা পেশার আয় হতে কর কিভাবে গণনা করবেন?
  • সম্পত্তি ও দায়ের বিবরণী কিভাবে তৈরি করবেন?
  • দান কর কি?
  • Surcharge কি? Surcharge কিভাবে প্রদান করা হয়?
  • কিভাবে রিটার্ন ফরম পূরণ করবেন?
  • অনলাইনে রিটার্ন দাখিলের পদ্ধতি।
  • বিভিন্ন সমস্যার সমাধান।

🎁 অতিরিক্ত সুবিধাঃ

  • কোর্স মেটেরিয়ালস ও লাইফটাইম গাইডলাইন

💳 কোর্স ফি ও মেয়াদঃ

প্রফেশনাল কোর্সঃ ১৫,০০০/- | মেয়াদঃ ৬ মাস | আপনি এই কোর্সটি করলে নিজের এবং অন্যদের আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আর্নিং সোর্স তৈরী করতে পারবেন।
করদাতাদের জন্য কোর্সঃ ৩,০০০/- | মেয়াদঃ ৩ দিন | শুধুমাত্র করদাতার আয়কর রিটার্নের উপর ভিত্তি করে কোর্স করানো হবে, যেন করদাতা নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন।
বিঃ দ্রঃ এই ডিউরেশনের মধ্যে যদি কোনো কারণে আপনার বুঝতে প্রবলেম হয়, তাহলে না শিখা পর্যন্ত আলাদা ক্লাসের ব্যবস্থা কোনো এক্সট্রা ফি ছাড়াই!

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

Index