আপনার ভূমি জরিপ সংক্রান্ত অধিকার সম্পর্কে জেনে নিন
[maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/land-matters/” text=”সূচীপত্রে ফিরে যান” ] | [maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/” text=”মূল পাতায় ফিরে যান” ] |
ভূমি জরীপ সংক্রান্ত অধিকার
আপনার ভূমি জরীপ সংক্রান্ত যে সকল অধিকার রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলঃ
- জমি জরিপ হওয়ার পূর্বে জরিপের বিষয়ে জানার অধিকার। যেমনঃ মাইকিং, ঢোল সহরত অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে। (১৮৭৫ সালের সার্ভে আইনের ৫ ধারা এবং ১৯৫৫ সালের প্রজাস্বত্ব আইনের ২৯ ধারা অনুযায়ী)
- রেকর্ডের ভুল সংশোধনের জন্য আপিল করার অধিকার। (১৯৫৫ সালের প্রজাস্বত্ব আইনের ৩০ ধারা)
- চূড়ান্ত রেকর্ডের উদ্দেশ্যে যখন প্রকাশনার কাজ চলে তখন পুনরায় পর্যবেক্ষণের অধিকার।
- রেকর্ডের মূদ্রিত কপি ও নকশা সংগ্রহের অধিকার।
- জরিপের খসড়া সংশোধনের জন্য ভুমি প্রশাসন অফিস/সেটেল্টমেন্ট অফিস থেকে ৩০ কার্য দিবস সময় পাবার অধিকার। (১৯৫৫ সালের প্রজাস্বত্ব আইনের ৩০ ধারা)
- কোন ব্যক্তি মারা গেলে তার উত্তরাধিকারীগণের নাম নতুন করে রেকর্ড করে নেয়ার অধিকার।
- রেকর্ডের মূদ্রিত কপি পাওয়ার পর তা সংশোধনের অধিকার।
- চূড়ান্ত রেকর্ড প্রকাশনার পরও যদি কোনো ভূল ত্রুটি থাকে তাহলে ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করার অধিকার। [১৯৫০ সালের স্টেট একুইজিশন এন্ড টেনান্সি এক্টের ১৪৫ (ক) ধারা]
- ভূমি জরিপ আপিলেট ট্রাইবুনালে আপিল করার অধিকার। [১৯৫০ সালের স্টেট একুইজিশন এন্ড টেনান্সি এক্টের ১৪৫ (খ) ধারা]
- বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল করার অধিকার। [১৯৫০ সালের স্টেট একুইজিশন এন্ড টেনান্সি এক্টের ১৪৫ (গ) ধারা]
আরো পড়ুনঃ
ভূমি জরিপ সংক্রান্ত অধিকার লংঘন ও প্রতিকার (এখানে ক্লিক করুন)
[maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/land-matters/” text=”সূচীপত্রে ফিরে যান” ] | [maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/” text=”মূল পাতায় ফিরে যান” ] |