Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 82. Execution of decree

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 82. Execution of decree:
(1) Where the decree is against the Government or against a public officer in respect of any such act as aforesaid, a time shall be specified in the decree within which it shall be satisfied; and, if the decree is not satisfied within the time so specified, the Court shall report the case for the orders of the Government.
(2) Execution shall not be issued on any such decree unless it remains unsatisfied for the period of three months computed from the date of such report.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮২। ডিক্রি জারিঃ
(১) সরকারের বিরুদ্ধে বা সরকারি অফিসারের বিরুদ্ধে পূর্বোক্তরূপ কোন কার্যের দায়ে কোন ডিক্রি প্রদত্ত হয়, সেক্ষেত্রে কত দিনের মধ্যে ওটা মিটানো হবে, ডিক্রিতে তা উল্লেখ করতে হবে এবং অনুরূপ উল্লিখিত সময়ের মধ্যে যদি ডিক্রির নির্দেশ পালন করা না হলে আদালত বিষয়টি সম্পর্কে যথাযথ আদেশের জন্য ওটা সম্পর্কে সরকারের নিকট রিপোর্ট প্রেরণ করবে।
(২) অনুরূপ পেশ করা তারিখ হতে তিন মাস মেয়াদী সময়ের জন্য ওটা অনিষ্পন্ন না থাকলে অনুরূপ ডিক্রির উপর কোন জারি কার্যক্রম চলবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact