Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 1, Rule 12. Appearance of one of several plaintiffs or defendants for others

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order I, Rule 12.
Appearance of one of several plaintiffs or defendants for others:
(1) Where there are more plaintiffs than one, any one or more of them may be authorized by any other of them to appear, plead or act for such other in any proceedings; and in like manner, where there are more defendants than one, any one or more of them may be authorized by any other of them to appear, plead or act for such other in any proceeding.
(2) The authority shall be in writing signed by the party giving it and shall be filed in Court.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ১, নিয়ম ১২।
একাধিক বাদী বা বিবাদীর মধ্যে সবার পক্ষে একজনের উপস্থিতিঃ
(১) কোন মোকদ্দমায় অধিক সংখ্যক বাদী বিদ্যমান থাকলে তন্মধ্যে যে কোন এক ব্যক্তিক কিংবা একাধিক ব্যক্তিকে সকলে তাদের পক্ষে আদালতে উপস্থিত হয়ে মোকদ্দমাকেন্দ্রিক অভিযোগাদির উত্তর দিতে বা কার্য করতে তথা তদারক করার ক্ষমতা প্রদান করতে পারবে, অনুরূপভাবে কোন মোকদ্দমার অধিক সংখ্যক বিবাদী বিদ্যমান থাকলে, তন্মধ্যে যে কোন একজনকে বা একাধিক জনকে অপর সকলে তাদের পক্ষে আদালতে হাজির হয়ে মোকদ্দমাকেন্দ্রিক অভিযোগাদির উত্তর দিতে বা কার্য করতে তথা তদারক করার ক্ষমতা অর্পণ করতে পারবে।
(২) ক্ষমতা প্রদানকারী পক্ষের স্বাক্ষরে ক্ষমতা অর্পণ লিখিতভাবে করতে হবে এবং তা আদালতে দাখিল করতে হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact