Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 1, Rule 4. Court may give judgment for or against one or more of joint parties

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order I, Rule 4.
Court may give judgment for or against one or more of joint parties:
Judgment may be given without any amendment-
(a) for such one or more of the plaintiffs as may be found to be entitled to relief, for such relief as he or they may be entitled to;
(b) against such one or more of the defendants as may be found to be liable, according to their respective liabilities.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ১, নিয়ম ৪।
আদালত এক বা একাধিক যুক্ত পক্ষের পক্ষে বা বিপক্ষে রায় প্রদান করতে পারবেঃ
কোন সংশোধনী ব্যতীত নিম্নরূপ রায় প্রদান করা যাবে-
(এ) প্রতিকার পাওয়ার অধিকারী বলে দৃষ্টমান হয় এমন ধরনের এক বা একাধিক বাদীগণের জন্য, সে বা তারা অধিকারী হতে পারে এরূপ ঐ প্রতিকারের জন্য;
(বি) যে বা যারা এই ধরনের এক বা একাধিক বিবাদীর মধ্যে দায়ী সাব্যস্ত হয়, তাদের বিরুদ্ধে নিজ নিজ দায়িত্বের অনুপাতে রায় প্রদান করা যাবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact