Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 1, Rule 8. One person may sue or defend on behalf of all in same interest

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order I, Rule 8.
One person may sue or defend on behalf of all in same interest:
(1) Where there are numerous persons having the same interest in one suit, one or more of such persons may, with the permission of the Court, sue or be sued, or may defend, in such suit, on behalf of or for the benefit of all persons so interested. But the Court shall in such case give, at the plaintiff’s expense, notice of the institution of the suit to all such persons either by personal service or, where from the number of persons or any other cause such service is not reasonably practicable, by public advertisement, as the Court in each case may direct.
(2) Any person on whose behalf or for whose benefit a suit is instituted or defended under sub-rule (1) may apply to the Court to be made a party to such suit.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ১, নিয়ম ৮।
একজন ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অন্যান্য সবার পক্ষে মোকদ্দমা দাখিল করতে বা জবাব প্রদান করতে পারেঃ
(১) যে সব ক্ষেত্রে কোন একটি মোকদ্দমায় একই ধরণের স্বার্থ সংশ্লিষ্ট অনেক লোক বিদ্যমান থাকে, সে সব ক্ষেত্রে আদালতের অনুমতিক্রমে অনুরূপ লোকদের এক বা একাধিক ব্যক্তি মোকদ্দমা দায়ের করার অধিকার রাখে কিংবা তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারে, বা উক্ত মোকদ্দমায় অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনুকূলে বা সুবিধার্থে আত্মপক্ষ সমর্থন করতে পারে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আদালত বাদীর নিজস্ব খরচে ব্যক্তিগত জারির মাধ্যমে বা যেক্ষেত্রে বহু লোকের জন্য বা অন্য কোন কারণে ঐ জারি যুক্তিযুক্তভাবে সহজসাধ্য নয় সেক্ষেত্রে আদালত প্রত্যেক ক্ষেত্রে যেরূপ নির্দেশ দেয়, ঐরূপ সর্ব সাধারণের জন্য নোটিশ কর্তৃক অনুরূপ সকল ব্যক্তিবর্গকে মোকদ্দমা দাখিল সম্পর্কে বিজ্ঞপ্তি দিবে।
(২) যে কোন ব্যক্তি যাদের অনুকূলে বা সুবিধার্থে কোন মোকদ্দমা দাখিল করা হয়েছে বা আত্মপক্ষ সমর্থন করা হয়েছে, উপ-বিধি (১) এর অধীনে এরূপ মোকদ্দমায় পক্ষ হওয়ার উদ্দেশ্যে আদালতে আবেদন পেশ করতে পারবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact