Friday , March 14 2025

The Code of Civil Procedure, 1908 । Order 1, Rule 9. Misjoinder and nonjoinder

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান


আদেশ এর ইংরেজী ভার্সনঃ

Order I, Rule 9.
Misjoinder and nonjoinder:
No suit shall be defeated by reason of the misjoinder or nonjoinder of parties, and the Court may in every suit deal with the matter in controversy so far as regards the rights and interests of the parties actually before it.

আদেশ এর বাংলা ভার্সনঃ

আদেশ ১, নিয়ম ৯।
ভ্রান্তভাবে মোকদ্দমায় পক্ষ করা এবং কাউকে পক্ষ হতে বাদ দেওয়াঃ
কাউকে ভুলভাবে মোকদ্দমার পক্ষ করা হয়ে থাকলে অথবা পক্ষ হতে বাদ দেওয়া হয়ে থাকলে তজ্জন্য মোকদ্দমার কোন ক্ষতি হবে না; এবং আদালত এর সামনে আনিত প্রত্যেকটি মোকদ্দমায় বিরোধীয় বিষয়টি পক্ষগণের অধিকার ও স্বার্থসমূহের সঙ্গে যতটুকু সম্পর্কিত ততটুকু বিবেচনা করতে পারবেন।

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...
Subscribe Now