The Code of Civil Procedure, 1908 । Order 2, Rule 3. Joinder of causes of action
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order II, Rule 3.
Joinder of causes of action:
(1) Save as otherwise provided, a plaintiff may unite in the same suit several causes of action against the same defendant, or the same defendants jointly; and any plaintiff having causes of action in which they are jointly interested against the same defendant or the same defendants jointly may unite such causes of action in the same suit.
(2) Where causes of action are united, the jurisdiction of the Court as regards the suit shall depend on the amount or value of the aggregate subject-matters at the date of instituting the suit.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ২, নিয়ম ৩।
মোকদ্দমার কারণ একত্রীকরণঃ
(১) অন্য কোন প্রকার বিধান না থাকলে বাদী একই বিবাদীর বা সকল বিবাদীগণের বিরুদ্ধে কোন একটি মোকদ্দমার কতিপয় কারণ একত্রিত করতে পারে, এবং যেক্ষেত্রে কতিপয় বাদী একই বিবাদীর বা সকল বিবাদীগণের বিরুদ্ধে মোকদ্দমার কারণের সাথে যুগ্মভাবে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে তারা উক্ত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে একটি মোকদ্দমায় সমুদয় কারণ একত্রিত করতে পারে।
(২) যদি মোকদ্দমার কারণসমূহ একত্রীভূত হয়, তবে মোকদ্দমা সম্বন্ধে আদালতের এখতিয়ার মোকদ্দমা দায়ের হওয়ার তারিখে সমগ্র বিষয়বস্তুর অংক কিংবা মূল্যের উপর নির্ভর করবে।