Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 2, Rule 4. Only certain claims to be joined for recovery of immovable property

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order II, Rule 4.
Only certain claims to be joined for recovery of immovable property:
No cause of action shall, unless with the leave of the Court, be joined with a suit for the recovery of immovable property, except-
(a) claims for mesne profits or arrears of rent in respect of the property claimed or any part thereof;
(b) claims for damages for breach of any contract under which the property or any part thereof is held; and
(c) claims in which the relief sought is based on the same cause of action.
Provided that nothing in this rule shall be deemed to prevent any party in a suit for foreclosure or redemption from asking to be put into possession of the mortgaged property.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ২, নিয়ম ৪।
স্থাবর সম্পত্তি উদ্ধারকল্পে কতিপয় দাবী একত্রিত করতে হবেঃ
নিম্নোক্ত ক্ষেত্র ছাড়া স্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমায় আদালতের অনুমতি ব্যতীত অন্য কোন ব্যাপারে মোকদ্দমার একাধিক কারণ একত্রিত করা যাবে না-
(এ) দাবীকৃত সম্পত্তি কিংবা এর যে কোন অংশ সম্পর্কিত বকেয়া খাজনার জন্য দাবী;
(বি) যে চুক্তি মোতাবেক সংশ্লিষ্ট সম্পত্তি বা এর কোন অংশ কেউ দখল করছে, সেই চুক্তিভঙ্গহেতু ক্ষতিপূরণের দাবী; এবং
(সি) মোকদ্দমার উক্ত কারণের উপর নির্ভরশীল প্রতিকার সংক্রান্ত দাবী;
শর্ত থাকে যে, এই নিয়মের কোন বিধানই বন্ধকী সম্পত্তির উদ্ধার করার অধিকার হরণ কিংবা বন্ধক মুক্তির মোকদ্দমায় কোন পক্ষকে বন্ধকী সম্পত্তির দখল চাইতে রোধ করবে বলে গণ্য হবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact