The Code of Civil Procedure, 1908 । Order 2, Rule 5. Claims by or against executor, administrator or heir
The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
|
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order II, Rule 5.
Claims by or against executor, administrator or heir:
No claim by or against an executor, administrator or heir, as such, shall be joined with claims by or against him personally, unless the last mentioned claims are alleged to arise with reference to the estate in respect of which the plaintiff or defendant sues or is sued as executor, administrator or heir, or are such as he was entitled to, or liable for, jointly with the deceased person whom he represents.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ২, নিয়ম ৫।
নির্বাহক, প্রশাসক বা উত্তরাধিকারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে দাবীসমূহঃ
কেউ কোন সম্পত্তির নির্বাহক, প্রশাসক বা উত্তরাধিকারী হিসেবে মোকদ্দমা করলে বা তার প্রতিকূলে মোকদ্দমা করা হলে সেই মোকদ্দমার কোন দাবী ব্যক্তিগতভাবে উক্ত লোক কর্তৃক বা তার বিরুদ্ধে আনীত মোকদ্দমার কোন দাবীর সাথে সংযুক্ত করা চলবে না; অবশ্য যদি শেষোক্ত দাবী উক্ত সম্পত্তি সম্বন্ধীয় হয় বা উক্ত লোক যদি সংশ্লিষ্ট দাবীর বিষয়ে মৃত লোকের সাথে যৌথ যুগগ্মভাবে অধিকারী বা দায়ী থেকে থাকে, তবে তা প্রথমোক্ত দাবীর সাথে একত্রিত করা চলবে।
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...