The Code of Civil Procedure, 1908 । Order 3, Rule 1. Appearances, etc., May be in person, by recognized agent or by pleader
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order III, Rule 1.
Appearances, etc., May be in person, by recognized agent or by pleader:
Any appearance, application or act in or to any Court, required or authorized by law to be made or done by a party in such Court, may, except where otherwise expressly provided by any law for the time being in force, be made or done by the party in person, or by his recognized agent, or by a pleader appearing, applying or acting, as the case may be, on his behalf.
Provided that any such appearance shall, if the Court so directs, be made by the party in person.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৩, নিয়ম ১।
উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধি বা কৌশুলীর মারফতে হতে পারেঃ
মোকদ্দমার কোন পক্ষের আদালতে হাজিরা দেওয়া, আবেদন করা বা আইন মোতাবেক অন্য যা করা কর্তব্য, প্রত্যক্ষভাবে অন্য কোন বিপরীত বিধান না থাকলে উক্ত কার্যগুলো সংশ্লিষ্ট পক্ষ ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে পারে, কিংবা তার স্বীকৃত প্রতিনিধি কর্তৃক বা তার পক্ষে ক্ষেত্র বিশেষ উপস্থিত, দরখাস্ত কিংবা কার্যকরী কোন কৌশুলীর মাধ্যমে প্রয়োজনীয় হাজিরা দিতে, আবেদন করতে বা অন্য কোন কাজ সমাধান করতে পারে।
তবে শর্ত থাকে যে, আদালত নির্দেশ প্রদান করলে সংশ্লিষ্ট পক্ষের হাজিরা বা উপস্থিতি ব্যক্তিগতভাবেই দিতে হবে।