Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 3, Rule 2. Recognized agents

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order III, Rule 2.
Recognized agents:
The recognized agents of parties by whom such appearances, applications and acts may be made or done are-
(a) persons holding powers-of-attorney, authorizing them to make and do such appearances, applications and acts on behalf of such parties;
(b) persons carrying on trade or business for and in the names of parties not resident within the local limits of the jurisdiction of the Court within which limits the appearance, application or act is made or done, in matters connected with such trade or business only, where no other agent is expressly authorized to make and do such appearances, applications and acts.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৩, নিয়ম ২।
স্বীকৃত প্রতিনিধিঃ
নিম্নোক্ত স্বীকৃত প্রতিনিধিগণ পক্ষগণের মধ্য হতে হাজিরা দেওয়া, আবেদনপত্র দাখিল করা বা অন্য কার্য সম্পন্ন করতে পারেঃ
(এ) পক্ষগণের মধ্য হতে হাজিরা প্রদান করা, আবেদনপত্র দাখিল করা বা অন্য কার্য সমাধান করার লক্ষ্যে যাদের পাওয়ার অব এটর্নি আছে;
(বি) সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভূক্ত এলাকাধীন বসবাস করে না, এই ধরনের কোন পক্ষের মধ্য হতে হাজিরা প্রদান করা, আবেদপত্র দাখিল করা বা অন্য কোন কার্য সমাধান করার উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন এজেন্ট না থাকলে, যে লোক সংশ্লিষ্ট পক্ষের ব্যবসা পরিচালনা বা তদারক করে, উক্ত ব্যবসা সংক্রান্ত মোকদ্দমায় সেই লোক।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact