Thursday , July 10 2025

The Code of Civil Procedure, 1908 । Order 3, Rule 3. Service of process on recognized agent

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

(১৯০৮ সালের ৫নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

আদেশ এর ইংরেজী ভার্সনঃ

Order III, Rule 3.
Service of process on recognized agent:
(1) Processes served on the recognized agent of a party shall be as effectual as if the same had been served on the party in person, unless the Court otherwise directs.
(2) The provisions for the service of process on a party to a suit shall apply to the service of process on his recognized agent.

আদেশ এর বাংলা ভার্সনঃ

আদেশ ৩, নিয়ম ৩।
স্বীকৃত প্রতিনিধির প্রতি সমনঃ
(১) আদালত কোন বিপরীত নির্দেশ না দিলে পক্ষের স্বীকৃত প্রতিনিধির উপর সমন বা পরোয়ানা ইত্যাদি জারি করলে তা পক্ষের উপর ব্যক্তিগতভাবে জারি করার ন্যায়ই কার্যকরী হবে।
(২) কোন মোকদ্দমার পক্ষের উপর সমনাদি জারি করার জন্য যে সকল বিধান রয়েছে, সেগুলো পক্ষের স্বীকৃত প্রতিনিধির উপর সমন জারি করার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমার প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যদি SUBSCRIBE করতে সমস্যা হয় তাহলে সরাসরি YouTube এ প্রবেশ করে Advocate Almonsur লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...