Saturday , March 15 2025

The Code of Civil Procedure, 1908 । Order 3, Rule 5. Service of process on pleader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান


আদেশ এর ইংরেজী ভার্সনঃ

Order III, Rule 5.
Service of process on pleader:
Any process served on the pleader of any party or left at the office or ordinary residence of such pleader, and whether the same is for the personal appearance of the party or not, shall be presumed to be duly communicated and made known to the party whom the pleader represents, and, unless the Court otherwise directs, shall be as effectual for all purposes as if the same had been given to or served on the party in person.

আদেশ এর বাংলা ভার্সনঃ

আদেশ ৩, নিয়ম ৫।
কৌশুলীর প্রতি পরোয়ানা জারিঃ
যদি কোন পক্ষের কৌশুলীর উপর কোন সমন জারি করা হয় বা কৌশুলীর চেম্বারে কিংবা বাসগৃহে পাঠানো হয় এবং তা পক্ষের ব্যক্তিগত হাজিরার জন্য হউক বা না হউক, তা যথাযথ নিয়মের অধীনে প্রদত্ত হয়েছে এবং যে পক্ষের হয়ে যে লোক প্রতিনিধিত্ব করেন, সেই পক্ষকে যথাযথ নিয়মে জানানো হয়েছে বলে ধরা হবে এবং যদি না আদালত অন্য কোনরূপ নির্দেশ প্রদান না করেন, তবে তা সংশ্লিষ্ট পক্ষের উপর ব্যক্তিগতভাবে জারি করার মতই কার্যকর হবে।

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...
Subscribe Now