Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 13. Service on agent by whom defendant carries on business

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 13.
Service on agent by whom defendant carries on business:
(1) In a suit relating to any business or work against a person who does not reside within the local limits of the jurisdiction of the Court from which the summons is issued, service on any manager or agent, who, at the time of service, personally carries on such business or work for such person within such limits, shall be deemed good service.
(2) For the purpose of this rule the master of a ship shall be deemed to be the agent of the owner or character.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ১৩।
বিবাদীর যে প্রতিনিধি তার ব্যবসা পরিচালনা করে, তার উপর জারিঃ
(১) যে আদালত হতে সমন প্রদান করা হয় সেই আদালতের এখতিয়ারভূক্ত এলাকার সীমানার মধ্যে বসবাস করে না, এই ধরনের কোন লোকের বিরুদ্ধে ব্যবসা বা কোন কার্য সংক্রান্ত মোকদ্দমায় সেই লোকের ম্যানেজার বা প্রতিনিধি হিসেবে উক্ত এলাকার সীমানায় সমন জারির সময় যে লোক উক্ত ব্যবসা বা কার্য পরিচালনা করে, তার উপর সমন জারি করলেই উত্তম জারি হিসেবে গণ্য হবে।
(২) উক্ত বিধির উদ্দেশ্যে জাহাজের মাষ্টার, জাহাজ মালিকের বা ভাড়াকারীর প্রতিনিধি বলে বিবেচিত হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact