The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 14. Service on agent in charge in suits for immovable property
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 14.
Service on agent in charge in suits for immovable property:
Where in a suit to obtain relief respecting, or compensation for wrong to, immovable property, service cannot be made on the defendant in person, and the defendant has no agent empowered to accept the service, it may be made on any agent of the defendant in charge of the property.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ১৪।
স্থাবর সম্পত্তির জন্য মোকদ্দমার দায়িত্বে থাকা প্রতিনিধির উপর জারিঃ
স্থাবর সম্পত্তি বিষয়ক কোন প্রতিকার বা ওটার ক্ষতিপূরণ পাবার উদ্দেশ্যে কোন মোকদ্দমা দায়ের করা যদি বিবাদীর উপর ব্যক্তিগতভাবে সমন জারি করা না যায় এবং যদি বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি সমন গ্রহণের জন্য না থাকে, তবে সম্পত্তির দায়িত্বে থাকা বিবাদীর যে কোন প্রতিনিধির উপর সমন জারি করা যাবে।