Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 16. Person served to sign acknowledgement

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 16.
Person served to sign acknowledgement:
Where the serving officer delivers or tenders a copy of the summons to the defendant personally, or to an agent or other person on his behalf, he shall require the signature of the person to whom the copy is so delivered or tendered to an acknowledgement of service endorsed on the original summons.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ১৬।
সমন গ্রহণকারী ব্যক্তির প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষরঃ
সমন জারিকারক কর্মকর্তা বিবাদীকে ব্যক্তিগতভাবে কিংবা তার প্রতিনিধিকে বা তার তরফ হতে অপর কোন লোককে সমনের নকল অর্পণ বা প্রদানকালীন সময়ে সমনের প্রাপ্তি স্বীকার করেছে এই মর্মে মূল সমনের উপর সমন গ্রহণকারীর স্বীকৃতিমূলক স্বাক্ষর গ্রহণ করবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact