The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 16. Person served to sign acknowledgement
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 16.
Person served to sign acknowledgement:
Where the serving officer delivers or tenders a copy of the summons to the defendant personally, or to an agent or other person on his behalf, he shall require the signature of the person to whom the copy is so delivered or tendered to an acknowledgement of service endorsed on the original summons.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ১৬।
সমন গ্রহণকারী ব্যক্তির প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষরঃ
সমন জারিকারক কর্মকর্তা বিবাদীকে ব্যক্তিগতভাবে কিংবা তার প্রতিনিধিকে বা তার তরফ হতে অপর কোন লোককে সমনের নকল অর্পণ বা প্রদানকালীন সময়ে সমনের প্রাপ্তি স্বীকার করেছে এই মর্মে মূল সমনের উপর সমন গ্রহণকারীর স্বীকৃতিমূলক স্বাক্ষর গ্রহণ করবে।