The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 19. Examination of serving officer
The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
|
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 19.
Examination of serving officer:
Where a summons is returned under rule 17, the Court shall, if the return under that rule has not been verified by the affidavit of the serving officer, and may, if it has been so verified, examine the serving officer on oath, or cause him to be so examined by another Court, touching his proceedings, and may make such further inquiry in the matter as it thinks fit; and shall either declare that the summons has been duly served or order such service as it thinks fit.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ১৯।
সমন জারিকারক কর্মকর্তাকে পরীক্ষা গ্রহণ/জবানবন্দী গ্রহণঃ
যে অবস্থায় বিধি ১৭ মোতাবেক সমন ফেরত দেওয়া হয়েছে সেই অবস্থায় সমন জারিকারি কর্মকর্তার বিবরণী যদি উক্ত কর্মকর্তার হলফনামা কর্তৃক পরীক্ষিত না হয়ে থাকে, তাহলে আদালত কর্মকর্তাকে হলফ করতঃ তার জবানবন্দি গ্রহণ করবে বা অন্য কোন আদালতে গ্রহণ করা হবে, কিংবা উক্ত কর্মকর্তার বিবরণী হলফনামা কর্তৃক পরীক্ষিত হলে তার কার্যক্রম সম্পর্কে জবানবন্দি গ্রহণ করতে বা করাতে পারবে এবং যদি সঙ্গত মনে করে তবে অতিরিক্ত অনুসন্ধানও করতে পারবে এবং সমন যথারীতি জারি হয়েছে বলে ঘোষণা দিবে কিংবা আদালত যেভাবে জারি করা উপযুক্ত মনে করে সেভাবে জারির জন্য আদেশ দিবে।
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...