The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 19B. Simultaneous issue of summons for service by post in addition to personal service
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 19B.
Simultaneous issue of summons for service by post in addition to personal service:
(1) The Court shall, in addition to, and simultaneously with, the issue of summons for service in the manner provided in rules 9 to 19 (both inclusive), also direct the summons to be served by registered post with acknowledgement due addressed to the defendant or his agent empowered to accept the service at the place where the defendant or his agent actually and voluntarily resides or carries on business or personally works for gain.
Provided that nothing in this sub-rule shall require the Court to issue a summons for service by registered post where, in the circumstances of the case, the Court considers it unnecessary.
(2) When an acknowledgement is purporting to be signed by the defendant or his agent is received by the Court or the postal article containing the summons is received back by the Court with an endorsement purporting to have been made by a postal employee to the effect that the defendant or his agent had refused to take delivery of the postal article containing the summons when tendered to him, the Court issuing the summons shall declare that the summons had been duly served on the defendant.
Provided that where the summons was properly addressed, pre-paid and duly sent by registered post with acknowledgement due, the declaration referred to in this subrule may be made not-withstanding the fact that the acknowledgement having been lost or mislaid or for any other reason, has not been received by the court within thirty days from the date of issue of the summons.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ১৯বি।
ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসাবে ডাকযোগে ও যুগপৎভাবে সমন ইস্যু করতে হবেঃ
(১) বিধি ৯ হতে বিধি ১৯-এ (উভয়টি সহ) বিধৃত প্রক্রিয়া অনুযায়ী আদালত সমন ইস্যুর লক্ষ্যে প্রেরণের সাথে তদরিক্ত এবং যুগপৎভাবে আরও নির্দেশ প্রদান করবে যে, বিবাদীর বা তার সমন ইস্যু গ্রহণের ভারপ্রাপ্ত প্রতিনিধির ঠিকানায় কিংবা যেখানে বিবাদী বা তার প্রতিনিধি প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে, ব্যবসা পরিচালনা করে কিংবা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কাজ করে, প্রাপ্য স্বীকৃতি সমেত রেজিস্ট্রিকৃত ডাকযোগে সমন ইস্যু করতে হবে।
তবে শর্ত থাকে যে, আদালত যদি অপ্রয়োজনীয় মনে করে তাহলে রেজিষ্ট্রিকৃত ডাকযোগে সমন ইস্যুর জন্য প্রেরণ করা, এই বিধির অধীনে প্রয়োজন হবে না।
(২) আদালত যখন কোন প্রাপ্তি স্বীকারে বিবাদী বা তার প্রতিনিধি স্বাক্ষরিত হয়েছে বলে অনুমানক্রমে তা গ্রহণ করে বা সমনে ধারণকৃত ডাক সংক্রান্ত বস্তুটি ডাক কর্মী দ্বারা সমনের বিপরীত পিষ্ঠে এই মর্মে প্রদত্ত একটি লিখন যুক্তভাবে আদালতের নিকট ফেরৎ আসে যে, বিবাদী বা তার প্রতিনিধিকে যখন সমনে ধারণকৃত ডাক সম্বন্ধীয় বস্তুটি প্রদানের সময় গ্রহণ করতে অস্বীকার জ্ঞাপন করেছে, সমন প্রদানকারী আদালতে বিবাদীর উপর ঐ সমন যথাযথ নিয়ম মোতাবেক ইস্যু হয়েছে মর্মে ঘোষণা প্রদান করবেন।
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে সমন সঠিক পদ্ধতিতে লিখিত ঠিকানায় আগাম প্রদান করা হয়েছে ও সঠিক উপায়ে প্রাপ্য স্বীকৃতি সমেত রেজিষ্ট্রিকৃত ডাকযোগে প্রেরিত হয়েছিল, সেক্ষেত্রে যদি প্রাপ্তি স্বীকারপত্র হারিয়ে যায় বা সাময়িকভাবে হারিয়ে যায় অথবা অন্য কোন কারণে সমন ইস্যুর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আদালত কর্তৃক তা না পাওয়া স্বত্ত্বেও উক্ত উপবিধিতে বর্ণিত ঘোষণা প্রদান করা যাবে।