The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 20. Substituted service; Effect of substituted service; Where service substituted, time for appearance to be fixed
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 20.
Substituted service:
(1) Where the Court is satisfied that there is reason to believe that the defendant is keeping out of the way for the purpose of avoiding service, or that for any other reason the summons cannot be served in the ordinary way, the Court shall order the summons to be served by affixing a copy thereof in some conspicuous place in the Court-house, and also upon some conspicuous part of the house (if any) in which the defendant is known to have last resided or carried on business or personally worked for gain, or in such other manner as the Court thinks fit.
(1A) Where the Court under sub-rule (1) pass an order to service the summons by an advertisement in a newspaper, the newspaper shall be a daily newspaper which has circulation in the locality in which the defendant is last known to have actually and voluntarily resided, carried on business or personally worked for gain.
Effect of substituted service:
(2) Service substituted by order of the Court shall be as effectual as if it had been made on the defendant personally.
Where service substituted, time for appearance to be fixed:
(3) Where service is substituted by order of the Court, the Court shall fix such time for the appearance of the defendant as the case may require.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ২০।
লটকাইয়া জারিঃ
(১) যেক্ষেত্রে আদালত যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করে যে, বিবাদী সমন এড়াবার উদ্দেশ্যে নিজেকে গোপন রাখছে, বা অন্য কোন কারণে সমন স্বাভাবিকভাবে জারি করা যাচ্ছে না, সেক্ষেত্রে আদালত গৃহের কোন প্রকাশ্য স্থানে বা বিবাদী যে গৃহে সর্বশেষ বসবাস করেছে বা ব্যবসা পরিচালনা করেছে বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করেছে (যদি কোন) বলে জানা যায়, তবে আদালত সেই গৃহের কোন প্রকাশ্য অংশে সমনের একটি নকল টাঙ্গিয়ে জারি করার জন্য বা উপযুক্ত অন্য কোন উপায়ে জারি করার জন্য আদেশ প্রদান করবে।
(১এ) যখন আদালত উপ-বিধি (১) অনুযায়ী সংবাদপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে সমন জারির আদেশ দান করে, তখন উক্ত সংবাদপত্রটি হতে হবে দৈনিক সংবাদপত্র, যার প্রচার অনুরূপ স্থানে থাকতে হবে সেখানে বিবাদী সর্বশেষ জ্ঞাত ঠিকানায় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা পরিচালনা করে বা ব্যক্তিগত লাভের নিমিত্ত কাজ করে বলে জানা যায়।
লটকিয়ে জারির ফলাফলঃ
(২) আদালতের নির্দেশ মোতাবেক সমন লটকিয়ে জারি করলে তা বিবাদীর উপর ব্যক্তিগতভাবে জারি করার মতই কার্যকরী হবে।
লটকিয়ে জারি হলে হাজিরার সময় নির্ধারণ করতে হবেঃ
(৩) আদালতের নির্দেশ মোতাবেক সমন জারি করলে সেক্ষেত্রে আদালত ক্ষেত্রবিশেষে বিবাদীর হাজিরার জন্য আদালত যথোপযুক্ত সময় নির্ধারিত করবে।