Friday , March 14 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 21. Service of summons where defendant resides within jurisdiction of another Court

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান


আদেশ এর ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 21.
Service of summons where defendant resides within jurisdiction of another Court:
A summons may be sent by the Court by which it is issued either by one of its officers or by post or through courier service as mentioned in sub-rule (4) of rule 9 to any Court (not being the High Court Division) having jurisdiction in the place where the defendant resides.

আদেশ এর বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ২১।
অন্য আদালতের এখতিয়ারে বিবাদী বসবাস করলে সেক্ষেত্রে সমন জারিঃ
যে আদালত কর্তৃক সমন প্রদান করা হয় ঐ আদালত কর্তৃক তার কর্মকর্তাগণের একজনের মাধ্যমে বা ডাকযোগে বিবাদী যে জায়গায় বসবাস করে ঐ জায়গার এখতিয়ারভূক্ত কোন আদালতে (হাইকোর্ট বিভাগে নয়) সমন প্রেরণ করতে পারবে।

অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...
Subscribe Now