The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 23. Duty of Court to which summons is sent
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 23.
Duty of Court to which summons is sent:
The Court to which a summons is sent under rule 21 shall, upon receipt thereof, proceed as if it had been issued by such Court and shall then returns the summons to the Court of issue, together with the record (if any) of its proceedings with regard hereto.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ২৩।
যে আদালতে সমন প্রেরিত হয়, তার কর্তব্যঃ
বিধি ২১ মোতাবেক যে আদালতের নিকট কোন সমন প্রেরণ করা হবে, উক্ত আদালত তা পাওয়ার পর এমনভাবে কার্যক্রম অবলম্বন করবে যাতে উক্ত সমন সেই আদালত কর্তৃক প্রদান করা হয়েছে, এবং তৎপর সংশ্লিষ্ট কার্যক্রমকেন্দ্রিক দলিল পত্রাদিসহ (যদি থাকে) ওটা সমন দানকারী আদালতের কাছে ফেরত পাঠাবে।