Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 23. Duty of Court to which summons is sent

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 23.
Duty of Court to which summons is sent:
The Court to which a summons is sent under rule 21 shall, upon receipt thereof, proceed as if it had been issued by such Court and shall then returns the summons to the Court of issue, together with the record (if any) of its proceedings with regard hereto.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ২৩।
যে আদালতে সমন প্রেরিত হয়, তার কর্তব্যঃ
বিধি ২১ মোতাবেক যে আদালতের নিকট কোন সমন প্রেরণ করা হবে, উক্ত আদালত তা পাওয়ার পর এমনভাবে কার্যক্রম অবলম্বন করবে যাতে উক্ত সমন সেই আদালত কর্তৃক প্রদান করা হয়েছে, এবং তৎপর সংশ্লিষ্ট কার্যক্রমকেন্দ্রিক দলিল পত্রাদিসহ (যদি থাকে) ওটা সমন দানকারী আদালতের কাছে ফেরত পাঠাবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact