The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 24. Service on defendant in prison
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 24.
Service on defendant in prison:
Where defendant is confined in a prison, the summons shall be delivered or sent by post or through courier service as mentioned in sub-rule (4) of rule 9 or otherwise to the officer in charge of the prison for service on the defendant.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ২৪।
কারাগারে থাকাবস্থায় বিবাদীর উপর সমন ইস্যুঃ
যেক্ষেত্রে বিবাদী কারাগারে আটক হয়ে থাকে সেক্ষেত্রে বিবাদীর উপর সমন ইস্যু করার লক্ষ্যে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন অর্পিত কিংবা ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হবে।