The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 24. Service on defendant in prison
The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
|
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 24.
Service on defendant in prison:
Where defendant is confined in a prison, the summons shall be delivered or sent by post or through courier service as mentioned in sub-rule (4) of rule 9 or otherwise to the officer in charge of the prison for service on the defendant.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ২৪।
কারাগারে থাকাবস্থায় বিবাদীর উপর সমন ইস্যুঃ
যেক্ষেত্রে বিবাদী কারাগারে আটক হয়ে থাকে সেক্ষেত্রে বিবাদীর উপর সমন ইস্যু করার লক্ষ্যে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন অর্পিত কিংবা ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হবে।
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...