The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 26. Service in foreign territory through political agent or Court
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 26.
Service in foreign territory through political agent or Court:
Where-
(a) in the exercise of any foreign or extra territorial jurisdiction vested in the Government, a Court has been established or continued, with power to serve a summons issued by a Court under this Code in any foreign territory in which the defendant resides, or
(b) the Government has, by notification in the official Gazette, declared, in respect of any Court situate in any such territory and not established or continued in the exercise of any such jurisdiction as aforesaid, that service by such Court of any summons issued under this Code by a Court of Bangladesh shall be deemed to be valid service, the summons may be sent to such Court, by post or otherwise, for the purpose of being served upon the defendant; and, if the Court returns the summons with an endorsement signed by the Judge or other officer of the Court that the summons has been served on the defendant in manner hereinbefore directed, such endorsement shall be deemed to be evidence of service.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ২৬।
বিদেশে রাজনৈতিক প্রতিনিধি বা আদালতের মাধ্যমে বৈদেশিক রাষ্ট্রে সমন জারিঃ
যেক্ষেত্রে-
(এ) সরকারের উপর ন্যস্ত কোন বৈদেশিক বা বহিঃ রাষ্ট্রিক এখতিয়ার অনুযায়ী বিবাদীর বৈদেশিক বাসস্থানে উক্ত আইনানুযায়ী কোন আদালত কর্তৃক প্রদত্ত সমন জারি করার ক্ষমতাসম্পন্ন কোন রাজনৈতিক প্রতিনিধি নিযুক্ত হয়েছে বা কোন আদালত স্থাপিত হয়েছে বা চালু হয়েছে, কিংবা
(বি) সরকার সরকারি প্রজ্ঞাপনে নোটিশ প্রদানের মাধ্যমে ঘোষণা করেছে যে, উপরোক্ত এলাকায় অবস্থিত কোন আদালত উক্তরূপ কোন এখতিয়ারবলে স্থাপিত বা চালু হয়ে না থাকলেও বাংলাদেশের আদালত কর্তৃক এই আইন বলে প্রদত্ত সমন জারি করা হলে তা বিধিসম্মত জারি বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে বিবাদীর উপর সমন ইস্যু করার জন্য উত্তরূপ আদালতের কাছে ডাকযোগে কিংবা অন্য কোনভাবে প্রেরণ করা যাবে, এবং যদি এই সমন ফেরত পাঠাবার সময় উক্ত আদালতের বিচারক বা আদালতের অন্য কোন কর্মকর্তা দ্বারা সমনের উল্টাপিঠে এই মর্মে লিখিত স্বাক্ষর করা হয় যে, বিবাদীর উপর ইতঃপূর্বে এটাতে নির্দেশিত প্রক্রিয়ায় সমন ইস্যুকৃত হয়েছে, তাহলে উক্ত সমন ইস্যুর প্রমাণ হিসেবে গণ্য হবে।