Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 30. Substitution of letter for summons

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 30.
Substitution of letter for summons:
(1) The Court may, notwithstanding anything hereinbefore contained, substitute for a summons a letter signed by the Judge or such officer as he may appoint in this behalf, where the defendant is, in the opinion of the Court, of a rank entitling him to such mark of consideration.
(2) A letter substituted under sub-rule (1) shall contain all the particulars required to be stated in a summons, and, subject to the provisions of sub-rule (3), shall be treated in all respects as a summons.
(3) A letter so substituted may be sent to the defendant by post or by a special messenger selected by the Court, or in any other manner which the Court thinks fit; and, where the defendant has an agent empowered to accept service, the letter may be delivered or sent to such agent.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ৩০।
সমনের পত্র প্রেরণঃ
(১) আদালত এই আইনের পূর্বোক্ত বিধান লংঘন না করেও বিবাদীর মর্যাদা বিবেচনা করে তার প্রতি সমন না দিয়ে তার পরিবর্তে বিচারক কিংবা তার নিযুক্ত কোন কর্মকর্তার সহিযুক্ত পত্র প্রেরণ করতে পারে।
(২) কোন সমনে যেসব ব্যাপারে উল্লেখ করতে হয়, উপ-বিধি ১ মোতাবেক লিখিত পত্রেও তৎসমুদয় উল্লেখ করতে হবে উপ-বিধি ৩ এর বিধান অনুসারে উক্ত পত্রও সর্বপ্রকার সমন হিসেবেই গণ্য হবে।
(৩) বিবাদীর বরাবরে সমনের পরিবর্তে উক্তরূপ পত্র ডাকযোগে, বা আদালত কর্তৃক নিয়োগকৃত পত্রবাহকের মাধ্যমে কিংবা আদালতের পছন্দ অনুযায়ী উপযুক্ত অন্য কোন পদ্ধতিতে প্রেরণ করা যাবে এবং সমন গ্রহণের জন্য যেক্ষেত্রে বিবাদীর অনুকূলে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে উক্ত পত্র সেই প্রতিনিধির নিকট অর্পণ করা যাবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact