Saturday , July 12 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 4. No party to be ordered to appear in person unless resident within certain limits

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

(১৯০৮ সালের ৫নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

আদেশ এর ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 4.
No party to be ordered to appear in person unless resident within certain limits:
No party shall be ordered to appear in person unless he resides-
(a) within the local limits of the Court’s ordinary original jurisdiction, or
(b) without such limits but at a place less than fifty or (where there is railway or steamer communication or other established public conveyance for five-sixths of the distance between the place where he resides and the place where the Court is situate) less than two hundred miles distance from the court-house.

আদেশ এর বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ৪।
মোকদ্দমার কোন পক্ষকে কোন নির্দিষ্ট সীমানার বাসিন্দা না হলে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ প্রদান করা যাবে নাঃ
কোন পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ প্রদান করা যাবে না, যদি ঐ পক্ষ-
(এ) আদালতের সাধারণ মৌলিক এখতিয়ারভূক্ত এলাকার মধ্যে, অথবা
(বি) উক্ত এলাকার বাইরে, কিন্তু এমন স্থানে, যেখান হতে আদালতের দূরত্ব পঞ্চাশ মাইলের কম কিংবা (যেক্ষেত্রে মোট দূরত্বের ছয় ভাগের পাঁচ ভাগ পথ রেল, স্টীমার অথবা সর্বসাধারণের ব্যবহারপোযোগী অন্যবিধ স্থায়ী যানবাহনযোগ্য ভ্রমণ করা যায় সেক্ষেত্রে) আদালত হতে দুইশত মাইলের কম দূরত্বে বসবাস না করে।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমার প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যদি SUBSCRIBE করতে সমস্যা হয় তাহলে সরাসরি YouTube এ প্রবেশ করে Advocate Almonsur লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...