The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 5. Summons to be either to settle issues or for final disposal
The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
|
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 5.
Summons to be either to settle issues or for final disposal:
The Court shall determine, at the time of issuing the summons, whether it shall be for the settlement of issues only, or for the final disposal of the suit; and the summons shall contain a direction accordingly.
Provided that, in every suit heard by a Court of Small Causes, the summons shall be for the final disposal of the suit.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ৫।
বিচার্য বিষয় স্থিরকরণ কিংবা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমনঃ
আদালত সমন প্রদানকালীন সময়েই স্থির করবেন যে, শুধুমাত্র বিচার্য বিষয় নির্ধারণকরণ কিংবা মোকদ্দমার চূড়ান্ত সমাধানের জন্য দেওয়া হচ্ছে এবং সেই মোতাবেক সমনে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হবে।
অবশ্য শর্ত থাকে যে, ক্ষুদ্র বিষয়ক বিচারাদালত কর্তৃক শ্রুত প্রত্যেকটি মোকদ্দমার চূড়ান্ত সমাধানের জন্য সমন প্রদান করা হবে।
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...