দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 8.
On issue of summons for final disposal, defendant to be directed to produce his witnesses:
Where the summons is for the final disposal of the suit, it shall also direct the defendant to produce, on the day fixed for his appearance, all witnesses upon whose evidence he intends to rely in support of his case.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ৮।
চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন প্রদান করার পর বিবাদীকে সাক্ষী হাজিরের জন্য নির্দেশঃ
যে সমন মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য দেওয়া হবে, তাতে বিবাদী যে সব সাক্ষীর সাক্ষ্যের উপর নির্ভর করে মোকদ্দমার জওয়াব দিতে ইচ্ছুক, সে সব সাক্ষীকে নির্ধারিত তারিখে উপস্থিতির জন্যও নির্দেশ দেওয়া হবে।
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমার প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে
YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে
Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যদি SUBSCRIBE করতে সমস্যা হয় তাহলে সরাসরি
YouTube এ প্রবেশ করে Advocate Almonsur লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটিকে খুঁজে বের করে
Subscribe করতে পারেন। ধন্যবাদ...