The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 9A. Summons given to the plaintiff for service
The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
|
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 9A.
Summons given to the plaintiff for service:
(1) The Court may, in addition to the service of summons under rule 9, on the application of the plaintiff for the issue of summons for the appearance of the defendant, permit such plaintiff to effect service of such summons on such defendant and shall, in such a case, deliver the summons to such plaintiff for service.
(2) The service of such summons shall be effected by or on behalf of such plaintiff by delivering or tendering to the defendant personally a copy thereof signed by the Judge or such officer of the Court-as he may appoint in this behalf and sealed with the seal of the Court.
(3) The provisions of rules 16 and 18 shall apply to a summons personally served under this rule as if the person effecting the service were a serving officer and the plaintiff shall submit a report to the Court accompanied by an affidavit.
(4) If such summons, when tendered, is refused or if the person served refuses to sign an acknowledgment of service or for any reason such summons cannot be served personally, the Court shall, on the application of the plaintiff, re-issue such summons to be served by the Court in the same manner as a summons to a defendant.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ৯এ।
জারির জন্য সমন বাদীকে প্রদানঃ
(১) আদালত বিধি ৯-এ বর্ণিত প্রেরণের বিধানের অতিরিক্ত হিসাবে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিবাদীকে হাজির হওয়ার জন্য সমন জারি করতে, বিবাদীর নিকট সঠিক পদ্ধতিতে সমন প্রেরণ এবং এবিষয়ে সরবরাহের নিমিত্ত বাদীকে সমন হস্তান্তর করার অনুমতি প্রদান করতে পারবে।
(২) এই সমন জারি তখনই কার্যকর হবে যখন বিচারক কর্তৃক স্বাক্ষরিত বা আদালতের পক্ষে নিযুক্ত কোন কর্মকর্তা আদালতের সীলমোহরযুক্ত কপিটি সরবরাহ বা দাখিল করার জন্য বিবাদীকে ব্যক্তিগতভাবে প্রদান করে।
(৩) বিধি ১৬ এবং ১৮ তে বর্ণিত বিধানাবলী এই বিধির বিধানমতে ব্যক্তিগতভাবে সমন জারির ক্ষেত্রেও প্রয়োগযোগ্য হবে যে, তিনি সরবরাহ কর্মকর্তা এবং বাদি হলফনামা সহকারে আদালতকে একটি আবেদন দাখিল করবেন।
(৪) যখন এরূপ সমন দাখিল করা হয়, এবং তা গ্রহণে অস্বীকার করে অথবা সে প্রাপ্তিস্বীকার পত্র সহি স্বাক্ষর করতে অস্বীকার করে বা অন্য কোন কারণে তা ব্যক্তিগতভাবে সরবরাহ করা সম্ভব না হয়, সেইক্ষেত্রে আদালত বাদীর আবেদনের প্রেক্ষিতে সমন পুনরায় জারি করবেন যে, যথানিয়মে আদালত কর্তৃক বিবাদীর নিকট সমন জারি করা হয়েছে।
অত্র আইন এর সূচী আইনসমগ্র এর সূচী মূল পাতায় ফিরে যান
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...